রাণা দাস, কাটোয়া : ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মীর। নাম ‌বদরে আলম চৌধুরী (৬৮)। শুক্রবার দুপুরে ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলে শহরের ২০ নম্বর ওয়ার্ডের  হাউসিংপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন ওই প্রৌঢ়। সেই সময় কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় ষাঁড়ের হামলার মুখ পড়েন তিনি।


গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে দেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। অবস্থার অবনতি হওয়ায় বদরে আলমকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল। যদিও বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছে পরিবার।


ব্যস্ত সময়ে কাটোয়া স্টেশন বাজার চত্বরের রাস্তা দখল করে থাকে ১০টি গরু এবং দু'টি  ষাঁড়। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ষাঁড় ও গরুর দখলে চলে যাওয়ায় পথচারীদের চলাচলে প্রায়ই সমস্যা হয়। এর মধ্যে একটি ষাঁড় পথচারীদের উপর প্রায় হামলা চালায়। গত মাস চারেকের মধ্যে ষাঁড়ের হামলার মুখে পড়ে বেশ কয়েকজন পুরুষ ও মহিলা পথচারী  জখম হলেও, মৃত্যুর ঘটনা শহরে এই প্রথম ঘটল।


এনিয়ে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন, এটা  খুবই দুঃখজনক ঘটনা। এর আগে ষাঁড়ের হামলায় পথচারীদের হাত ভেঙেছে শুনেছি। আমরা ষাঁড়ের ঘটনায় খুব উদ্বেগে রয়েছি। গরু ও ষাঁড়ের ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে গরুর মালিকদের নোটিস ধরিয়েছি।


পথচারীদের বক্তব্য, পুরসভা প্রশাসন সবই জানে, ব্যবস্থা নেয় না। কাটোয়া  শহরে এর আগেও এই ষাঁড়টি দশ-বারো জন পথচারীকে জখম করেছে বলে অভিযোগ উঠছে। 


এদিকে ষাঁড়ের গুঁতোয় মৃত্যুর ঘটনায় বাসিন্দারা খুবই আতঙ্কে আছেন। ষাঁড়-গরুর দল এখনও রাস্তা দখল করে চড়ে বেরাচ্ছে।


মোটা টাকার বিনিময়ে রেলে চাকরির টোপ ! বর্ধমানে CIB-র খবরের ভিত্তিতে গ্রেফতার ৭ অভিযুক্ত


গত সেপ্টেম্বর মাসে মোটা টাকার বিনিময়ে রেলের গ্রুপ C ও গ্রুপ D পদে চাকরির টোপ দেওয়ার অভিযোগ ওঠে। রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দেওয়া খবরের ভিত্তিতে বড়সড় প্রতারণা চক্রের (Fraud Racket) পর্দাফাঁস করে বর্ধমান RPF। ঘটনায় চক্রের মূল পান্ডা-সহ ৭ জনকে গ্রেফতার (Arrested) করা হয়। বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে অভিযান চালিয়ে আরপিএফের অফিসাররা তাদের গ্রেফতার করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।