রানা দাস, পূর্ব বর্ধমান: স্ত্রী সন্দেহ করেছিলেন স্বামীর সঙ্গে সম্পর্ক রয়েছে পরিচারিকার, তার জেরেই এই ভয়াবহ পরিণতি। সম্পর্কের সন্দেহে পরিচারিকাকে গলার নলি কেটে খুনের অভিযোগ (Murder)। গ্রেফতার গৃহকর্ত্রী। পূর্ব বর্ধমানের (Purba Burdwan) মন্তেশ্বরের (Monteswar) মামুদপুরের (Mmudpur) ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গতকাল গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়, গৃহকর্ত্রী বিজয়ভারতী রায়ের রক্তেভেজা পোশাক দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। জিজ্ঞাসাবাদে পরিচারিকা শান্তি হাজরাকে খুনের কথা কবুল করেন মহিলা। স্বামীর সঙ্গে পরিচারিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহবশেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


বিজেপি কর্মীর রহস্যমৃত্যু: বীরভূমের (Birbhum) মল্লারপুরে বিজেপি (BJP Worker) কর্মীর রহস্যমৃত্যু। গ্রামের বাইরে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম পূর্ণচন্দ্র লাহা। বাড়ি মল্লারপুরের বড় তুড়িগ্রামে। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীর ভাগ্নে সুদে টাকা ধার করে পালিয়ে যাওয়ায় মাসদুয়েক আগে তাঁকে হুমকি দেয় পাওনাদাররা। এ নিয়ে মল্লারপুর থানায় অভিযোগও দায়ের হয়।


পরিবারের দাবি, গতকাল সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান ওই বিজেপি কর্মী। এরপর আজ সকালে গ্রামের বাইরে পুকুরের ধারে তাঁর গাছে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পাওনাদারই খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে পরিবারের অভিযোগ। হেমতাবাদের বিজেপি বিধায়কের মতোই পরিণতি, তাই রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে বিজেপি। রাজনীতি-যোগ অস্বীকার তৃণমূলের।


আরও পড়ুন: West Burdwan: দুর্গাপুরে ২ পক্ষের বচসায় পিটিয়ে খুন এক ব্যক্তিকে, আটক ৩


গুলি করে খুনের চেষ্টা: হুকিংয়ে বাধা দেওয়ায়, প্রতিবাদীকে গুলি করে খুনের চেষ্টা, গুলি না চলায় বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে নারকেলডাঙা সেকেন্ড লেনের কসাই বস্তি এলাকায়। আক্রান্ত মহম্মদ ওয়াসিমের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতী মহম্মদ শাহিদ বিদ্যুৎ চুরি করায় এলাকায় বিদ্যুতের বিল বেশি আসছিল।


বিষয়টি CESC-কে জানানোয়, গতকাল তাঁর ওপর চড়াও হয় ওই দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। গুলি না চলায় বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রতিবাদী যুবকের মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে অভিযুক্ত শাহিদ ও তার সঙ্গী হায়দরকে গ্রেফতার করে নারকেলডাঙা থানার পুলিশ।