কমলকৃষ্ণ দে, কলকাতা: হুগলি গ্রামীণে (Hooghly Rural) বদলি পূর্ব বর্ধমানের এসপি (Purba Bardhaman Kamanasish Sen) কামনাশিস সেনের। 'রাজকীয় ফেয়ারওয়েল' নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


কী বললেন শুভেন্দু?
ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা বলেন, 'পঞ্চায়েতের ভোট লুঠ ও কারচুপিতে সাহায্য করেছেন, প্রশাসন এবার তাঁকে হুগলি গ্রামীণে কাজে লাগাতে চায়। হুগলি গ্রামীণ এলাকায় অবৈধ বালি উত্তোলনে কামনাশিস সেনের দক্ষতা কাজে লাগাতে চায় প্রশাসন।' তাঁর আরও দাবি, 'বর্ধমানের একটি হোটেলে রাজকীয় বিদায়ী পার্টির আয়োজনও করা হয়। ভক্তরা যেমন জগন্নাথ দেবের রথের রশি টানেন, তেমনই কামনাশিস সেনের গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। ভক্তদের পরিবর্তে কামনাশিস সেনের গাড়ি টানেন সিভিক ভলান্টিয়ার, গ্রামীণ পুলিশ এবং কনস্টেবলরা। এঁরা সেই সিভিক ভলান্টিয়ার, যাঁদের বেতন ৯ হাজার টাকা।' শুভেন্দু মনে করান, 'গত ১০ বছরে বেতন বাড়েনি গ্রামীণ পুলিশের, ন্যায্য ডিএ থেকে বঞ্চিত কনস্টেবলরা। কামনাশিস সেন কি নিজেকে পূর্ব বর্ধমানের রাজা ভাবছেন? এরপর তিনি হুগলি জেলায় রাজ্য প্রতিষ্ঠা করতে চলেছেন? এটা অত্যন্ত লজ্জাজনক।'  বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'এই ব্যাপারে কোনও মন্তব্য করব না।'






প্রেক্ষাপট...
গত কাল, বুধবার রাতে জেলা পুলিশের তরফ থেকে পূর্ব বর্ধমানর এসপির জন্য এই ফেয়ারওয়েলের আয়োজন করা হয়েছিল বলে খবর। বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, একটি সাজানো গাড়িতে রশি লাগিয়ে টানা হচ্ছিল। গাড়িটি সম্ভবত এসপি কামনাশিস সেনের, এমনই দাবি। গাড়িটি যে পথে এগিয়ে আসছিল, তাতে ফুল ছড়াতে দেখা যায়। ফেয়ারওয়েল উপলক্ষ্যে গোটা জেলার একাধিক পুলিশ আধিকারিক এসেছিলেন বলেও জানা যাচ্ছে। পুরো বিষয়টি নিয়ে বিজেপির মতো সরব সিপিএমও। তাদের বক্তব্য, অতীতেও বহু এসপি বদলি হয়েছেন। কখনও এই ছবি দেখা যায়নি। এভাবে ফেয়ারওয়েল নিন্দনীয় বলেও মনে করে বিরোধী শিবিরের নেতারা। যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এসপি সেন জানান, তিনি কোনও মন্তব্য করতে রাজি নন।


আরও পড়ুন:আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে শুরু মা তারার বিশেষ পুজো