বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৬ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৪৭ শতাংশ, ন্যূনতম ২৪ শতাংশ।
বঙ্গের আবহাওয়া-
শীতের আমেজ অনেকটাই হালকা। পূর্বাভাস অনুসারেই আজ থেকে বাড়বে তাপমাত্রা । ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে। একটু একটু করে বাড়তে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
প্রধানত পরিষ্কার। ধোঁয়াশাচ্ছন্ন। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ সেলসিয়াস৷ আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার গতিবেগ ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা। গতকালের থেকে তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি। এরপর ধীরে ধীরে আরও বাড়বে উষ্ণতা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) গতকালের মতোই রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) এক ডিগ্রি বেড়ে হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৮ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ। আজ দিনের বেশিরভাগ সময়ই ঝলমলে আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা বেজে ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।