বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
আজ সকাল থেকে মেঘলা আকাশ পূর্ব বর্ধমানে। তবে, ঠান্ডার আমেজ সেই অর্থে নেই।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৪ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬৬ শতাংশ, ন্যূনতম ৪৯ শতাংশ।
আরও পড়ুন ; শনি-রবিবার ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে পারদ
বঙ্গের আবহাওয়া-
আজও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (rain) সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। এদিকে, পারদের ওঠানামা অব্যাহত। আজ কলকাতার (Kolkata ) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে পরিষ্কার আকাশ। কমবে রাতের তাপমাত্রা। শনি-রবিবার ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে পারদ। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ। তবে শনিবার উত্তর-পশ্চিম ভারতে ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।