বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬০ শতাংশ, ন্যূনতম ২৯ শতাংশ।
আরও পড়ুন ; সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, ১৩ ডিগ্রির নিচে নামল পারদ
বঙ্গের আবহাওয়া-
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই মাঘে শীতের দাপট। সকাল থেকেই শীতের শিরশিরানি। আজও তেরো ডিগ্রির নীচে রয়েছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। থাকবে শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজ বজায় থাকবে আরও একদিন। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফের বাড়বে তাপমাত্রা। শীতের আমেজ আরও একবার গায়েব হওয়ার সম্ভাবনা। সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনকয়েক আগে শীতে (Winter) অসময়ের বৃষ্টিতে (Untimely Rain) ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal)। পাহাড়ে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। শীতের লেপ কম্বল, পিঠে পুলি পায়েসের আয়েশ উধাও হয়ে যায়। অবস্থা এমনই দাঁড়ায় যে, জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা নিয়ে বেরোতে হয় আমজনতাকে। অসময়ের বৃষ্টিতে নাজেহাল হয় কলকাতা থেকে দক্ষিণবঙ্গ। পাহাড়েও একই ছবি ধরা পড়ে।