বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান(Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া(Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


দেখে নেওয়া যাক আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) - 


সর্বোচ্চ তাপমাত্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৩ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৭ শতাংশ, ন্যূনতম ৩৩ শতাংশ।


আরও পড়ুন ; শীতের লম্বা ইনিংসে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিনে হাওয়া বদল বঙ্গের


আজ পশ্চিম বর্ধমানে আবহাওয়ার আপডেট - (এই তথ্যের মেয়াদ থাকবে ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) - 


সর্বোচ্চ তাপমাত্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৩ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার- বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৫ শতাংশ, ন্যূনতম ৩১ শতাংশ।


বঙ্গের আবহাওয়া-


বড়দিনে (Christmas 2021) হাওয়া বদল। ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office) পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে আজ থেকে শীতের (Winter) আমেজ অনেকটাই কমবে। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।


উল্লেখ্য, বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া দফতর।