Lok Sabha Election Result 2024: 'আগে TMC করতেন..', ভোটে দিলীপের কেন্দ্রে BJP-র এজেন্ট হওয়ার কি মাশুল গুণতে হল ?

East Bardhaman BJP Agent Attacked :বিজেপির হয়ে এজেন্ট বসার অভিযোগে মাশুল গুণতে হল বর্ধমান শহরের ২০ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ মোদককে ?

Continues below advertisement

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লোকসভা ভোটের (Lok Sabha Election Result 2024) ফলপ্রকাশের পর রাজ্যে জুড়ে হামলা-আক্রমণের খবর উঠে আসছে। এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের কীর্তি আজাদের কাছে ধরাশারী হয়েছেন  বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার আক্রমণের অভিযোগ উঠে এল এই এলাকাতেও (East Bardhaman Constituency BJP Agent Attacked)। অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই (TMC)।

Continues below advertisement

বিজেপির হয়ে এজেন্ট বসার অভিযোগে দোকানে লুঠপাট ও মারধরের অভিযোগ

বিজেপির হয়ে এজেন্ট বসার অভিযোগে দোকানে লুঠপাট ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ২০ নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর মোড় এলাকায়।বিশ্বনাথ মোদক নামে এক ব্যক্তি ২৯ নম্বর ওয়ার্ডের ১১২ নম্বর বুথে বিজেপির এজেন্ট বসেছিলেন। অভিযোগ, শুক্রবার রাত্রে হঠাৎ বেশ কয়েকজন এসে দোকানে থাকা সমস্ত মালপত্র ফেলে দেয় এবং বেশ কিছু মালপত্র নিয়ে পালায়। বিশ্বনাথ মোদকের স্ত্রী তাদের বাধা দিতে গেলে, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

স্বামী আগে তৃণমূল করতেন : বিশ্বনাথ মোদকের স্ত্রী

বিশ্বনাথ মোদকের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী আগে তৃণমূল করতেন। লোকসভা নির্বাচনে তিনি বিজেপির এজেন্ট বসে ছিলেন সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হেলমেট পড়ে মুখে গামছা জড়িয়ে এসে তাঁদের দোকানে লুটপাট চালায় এবং তাঁকে মারধর করে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

কী বলছে শাসকদল ?

সেই সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে, মুখে গামছা বেঁধে ও হেলমেট পড়ে বেশ কয়েকজন এসে দোকানে থাকার সমস্ত জিনিস ফেলে দিচ্ছেন এবং বেশ কিছু জিনিস নিয়ে চলে যান তারা। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, 'বিজেপির গোষ্ঠীদন্দের জন্য এই ঘটনা ঘটেছে।তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই।'

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়াতে প্রসূনের বিরুদ্ধে সরব মনোজ, হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল

শুক্রবার, উত্তর ২৪ পরগনার রহড়ায় শেখ সানোয়ার পুরকাইত নামের এক কংগ্রেস কর্মীর মিষ্টির দোকানেও হামলা চালানোর অভিযোগ ওঠে । দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় অফিসে থাকা চেয়ার, টেবিল, দলীয় পতাকা। ডায়মন্ড হারবার লোকসভার আমতলায় বিজপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন একাধিক বিজেপি কর্মী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
Continues below advertisement
Sponsored Links by Taboola