রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : সম্ভবত খুনের পর ধর্ষণ করা হয় আরজি করের মহিলা চিকিৎসককে। পারিপার্শ্বিক প্রমাণ খতিয়ে দেখে এমনই অনুমান তদন্তকারীদের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে। আরজি করের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও তোলপাড় রাজ্য। শুধু তা-ই নয়, গতকালই ভাতার স্টেট জেনারেল হাসপাতালের এক মহিলা চিকিৎসকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই আবহেই এবার কাটোয়া মহকুমার হাসপাতালের ঘটনায় শোরগোল পড়ে গেল। সরকারি হাসপাতালের মধ্যেই শিশুর মায়ের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল। আহত শিশুর মাকে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ ওঠে হাসপাতালে ভর্তি আরেক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাভাবিকভাবেই, ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।


ঘটনাটা কী ?


কাটোয়া মহকুমা হাসপাতালে আহত শিশুকে নিয়ে রাত জেগেছিলেন মা। সেখানেই আর এক রোগীর আত্মীয় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং কুরুচিকর অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। সার্জিক্যাল বিভাগে মহিলা ওয়ার্ডে ওই পুরুষ আত্মীয় ঢুকে এই ঘটনা ঘটায়। বেসরকারি নিরাপত্তারক্ষী এবং হাসপাতালে পুলিশের ক্যাম্প থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে পরিবারের তরফে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


গতকালই ভাতারে মহিলা চিকিৎসকের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। মহিলা চিকিৎসককে তিনি নাকি হুমকি দিয়ে বলেন, 'আরজি কর করে দেব।' ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারে। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়।


ঘটনাটি কী ?


গত পরশু রাত ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার হাসপাতালে যান চিকিৎসা করানোর জন্য। সেই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন এক মহিলা চিকিৎসক।


অভিযোগ, তিনি চিকিৎসা শুরু করার পরেও ওই সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসের সঙ্গে অশালীন আচরণ করেন। এর পাশাপাশি ডেপুটি CMOH-এর অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে বলেন আরজি করে যে ঘটনা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেব। তিনি এও বলেন যে, গতকাল আরজি করে কি হয়েছে জানেন তো ?


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।