কলকাতা: RG কর কাণ্ডের পর শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১৫ দফার নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বলা হয়েছে, যে সব এলাকায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। (RG Kar Medical Student Death)


RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই আবহেই ১৫ দফার নির্দেশিকা জারি করেছেন কলকাতার সিপি। বিশেষ ভাবে সমস্ত থানা এবং কলকাতা পুলিশের সমস্ত উইং-কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতাল, হোম, মহিলাদের হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে, যেখানে ফাঁক রয়েছে, অভাব রয়েছে নজরদারির, সেগুলি চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। (RG Kar Medical Student Death)


নির্দেশিকায় আরও বলা হয়েছে, মহিলা চিকিৎসক, স্কুল-কলেজের ছাত্রীদের সঙ্গে পুলিশের সংযোগস্থাপন করতে হবে। নইলে তথ্য পাওয়া যাবে না, তাঁরা কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না, কী প্রয়োজন তাঁদের, তা জানা যাবে না। সেগুলি জানা প্রয়োজন, তার জন্য মহিলা পুলিশের সাহায্য নিতে হবে। মহিলা পুলিশের উইনার টিম রয়েছে, তাদের সাদা পোশাকে টহল দিতে বলা হয়েছে। 


আরও পড়ুন: RG Kar Medical Student Death: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, ওর দেহও দেবেন না আমাদের', RG কর কাণ্ডে মুখ খুললেন সঞ্জয়ের দিদি


RG করের ঘটনার পর শহরের নিরাপত্তা, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা, হোম, হস্টেল, হাসপাতাল-সহ বিভিন্ন ক্ষেত্রকে কড়া নজরদারির আওতায় আনতে বলা হয়েছে। অবিলম্বে বিষয়টি নিয়ে কাজ শুরু করতে বলেছেন সিপি।


এর পাশাপাশি, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ রয়েছে নির্দেশিকায়। সিপি-র নির্দেশ, সিভিক ভলান্টিয়ারদে বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মী পুলিশ বাহিনীতে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে, সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে হবে পুলিশকে। কোনও ভাবে রেয়াত করা যাবে না তাঁদের, বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না, কড়া পদক্ষেপ করতে হবে। ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ বা সিভিক কোনও গন্ডগোল করেন বা অপরাধ ঘটান অথবা আইন ভাঙেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে প্রথমেই।