ঋত্বিক প্রধান, পটাশপুর (পূর্ব মেদিনীপুর) : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে শাসক দলের অন্দরে দ্বন্দ্ব। পটাশপুরে (Patashpur) তৃণমূল (TMC) থেকে ইস্তফা দিলেন একাধিক পদাধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল তৃণমূলের সভাপতি, অঞ্চল যুব সভাপতি, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি-সহ মোট ৩০ জন পদাধিকারী তাঁদের পদ থেকে ইস্তফা দেন। দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেই এই গণইস্তফা। ঘটনা ঘিরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।


পঞ্চায়েত ভোটের আগে জেলা, ব্লক , অঞ্চল ও বুথ স্তর থেকে নেতৃত্বে রদবদল আনছে তৃণমূল। সেই মতোই বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মথুরা অঞ্চলের জন্যও কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে জায়গা না পেয়ে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলে পদত্যাগ করেন এই পদাধিকারীরা।


অসন্তোষ আগেও-


পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় কমিটি গঠন ঘিরে তৃণমূলে (TMC)  অসন্তোষ চলছেই। দিনকয়েক আগেই তৃণমূলের ব্লক সভাপতির অপসারণ চেয়ে দলীয় পতাকা নিয়ে মিছিল হয় পাঁশকুড়ার (Panskura) মাইশোরায়। যদিও 'দলের কেউ নয়, মিছিল করেছেন শুভেন্দু অধিকারীর দালালরা', বলে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি। 


বিক্ষোভকারীদের প্রশ্ন, মাইশোরা অঞ্চলের তৃণমূল কর্মীদের বাদ দিয়ে কেন অঞ্চল কমিটি গঠন করা হল, তারই প্রতিবাদে এই ঐক্য জবাব মিছিল তালে তালে চলবে। বিক্ষোভকারীদের আরও প্রশ্ন, মাইশোরা ফুটবল গ্রাউন্ডের কাজে বাধা দেওয়া হচ্ছে কেন, অপদার্থ সুজিত রায় জবাব চাই, জবাব দাও। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে মিছিল! পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর জেলায় কমিটি গঠন ঘিরে শাসকের ঘরে কোন্দল চলছেই। পাঁশকুড়ার নতুন ব্লক কমিটি নিয়ে অসন্তোষের জেরে, বুধবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। খোদ ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে স্থানীয় তৃণমূল নেতা! তার রেশ না কাটতেই তৃণমূলের ব্লক সভাপতি সুজিত রায়ের পদত্যাগের দাবিতে দলীয় পতাকা নিয়ে মিছিল দেখা যায় পাঁশকুড়ার মাইশোরা এলাকায়! মিছিলে নেতৃত্ব দেন নিহত তৃণমূল নেতা কুরবান আলি শাহর দাদা আফজল আলি শাহ।


আরও পড়ুন ; বিজেপি থেকে আসাদের বেশি গুরুত্ব! ব্লক কমিটি নিয়ে পাঁশকুড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে