বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দিন ক্ষণ ঠিক না হলেও, পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেও দলীয় কোন্দল নিয়ে জেরবার শাসকদল তৃণমূল (TMC)। পাঁশকুড়ায় দলীয় ব্লক কমিটি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন দলের নেতা-কর্মীদের একাংশ। তাতে ফের একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল। আর এমন পরিস্থিতিতে ব্লক কমিটির নাম ঘোষণা করেও মুখে কুলুপ এঁটেছেন তৃণমূলের ব্লক সভাপতি। যদিও সাংবাদিক বৈঠক করে রীতিমতো বিভাজনের অভিযোগ তুললেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।


হোয়াটসঅ্যাপ গ্রুপ-সহ সমাজ মাধ্যমে একাধিক অভিযোগ নিয়ে প্রশ্ন


সোমবার তৃণমুলের পাঁশকুড়া ব্লকের সাংগঠনিক ব্লক কমিটি ঘোষণার পর থেকেই তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় নেতা এবং কর্মীদের একাংশ। এমনকি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ-সহ সমাজ মাধ্যমে একাধিক অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ মহম্মদ-সহ একাধিক নেতা কর্মীরা।


শুধু হানিফ মহম্মদ নয়, কমিটি গঠন নিয়ে খুব প্রকাশ করেছেন মাইসোরার তৃণমূল নেতা আফজল আলি শা এবং দীপঙ্কর বেরা। প্রশ্ন তুলেছেন, জয়হিন্দ বাহিনীর সভাপতি অজিত সামন্ত। পাঁশকুড়া ব্লকের নতুন কমিটিতে রাখা হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে দিলীপ ভুঁইয়াকে। যদিও কমিটি গঠনের পর তিনি তার ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন সাধারণ এটা আবার কী? খায় না গায়ে মাখে? পাঁশকুড়া  তৃণমূলের ব্লক কমিটির সাংগঠনিক রদবদলে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ।


মঙ্গলবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জানান, "দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি। অথচ নতুন যে কমিটি গঠন হয়েছে, তাতে বিজেপি থেকে আসা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। যেহেতু বিজেপি থেকে আসা ব্যক্তিদের নতুন কমিটিতে রাখা হয়েছে, তাই আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমার নাম প্রত্যাহারের দাবিও জানাচ্ছি।"


আরও পড়ুন: Mamata Banerjee: 'প্রমাণ করতে পারলে ইস্তফা দেব', শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার


নতুন ব্লক কমিটি  নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৃত কুরবান আলি শা'য়ের দাদা আফজল আলি শাহ। তাঁর দাবি, "মাইশোরা গ্রাম পঞ্চায়েতের কুরবান অনুগামীদের নাম নেই নতুন কমিটিতে। যেহেতু মার্ডার কেসের আসামি,  ব্লক সভাপতি সুজিত রায়ের আত্মীয়, সেই কারণে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের কোনও পদ দেননি। যদি আমাদের পথ না দেওয়া হয়, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা নির্দল প্রার্থীহিসেবে ভোটে দাঁড়াব।"


যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ নিয়ে তেমন  কোনও মন্তব্য করতে চাননি পাঁশকুড়া ব্লকের তৃণমুল সভাপতি সুজিত রায়। তাঁর বক্তব্য, "এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করব না। পরে জেলা নেতৃত্বর সঙ্গে কথা বলে বলব।"


যদিও এই ইস্যুতে শাসকদলের গোষ্ঠী কোন্দলের দিকেই নিশানা করেছে গেরুয়া শিবির। বিজেপি-র তমলুক সংগঠনিক জেলার সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলেন, "চোর, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের আবার কমিটি! ব্লক কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। যাঁরা বেশি বেশি করে কাটমানি এনে দিতে পারবেন, তাঁদের নিয়ে চোরদের সংগঠন হবে। যদি সর্বোচ্চ নেতৃত্বের কাছে গিয়ে বলেন, 'আমি বেশি পরিমাণ কাটমানি এনে দেব', তাঁকে পুনরায় কমিটি আনা হবে।


শাসকদলের গোষ্ঠী কোন্দলের দিকেই নিশানা করেছে গেরুয়া শিবির


তবে পাঁশকুড়া নতুন ব্লক কমিটি ঘোষণার পর দলের এই আকচাআকচি নিয়ে তমলুক সাংগঠনিক জেলার তৃণমুল সভাপতি সৌমেন মহাপাত্রর বক্তব্য,  "রাজ্য নেতৃত্বর সাথে কথা বলেই কমিটি তৈরি করা হয়েছে। কারও কোনও ক্ষোভ বা বক্তব্য থাকলে দলে জানাতে পারে। সংযোজন বিয়োজন করার জায়গা তো আছেই।"