ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) ভগবানপুরে (Bhagabanpur News) নদীর চর দখল করে অবৈধ ভেড়ি তৈরি ও মাটি পাচারের অভিযোগে গ্রেফতার ৩। ধৃত মূল অভিযুক্ত পিন্টু প্রধান খুন হওয়া তৃণমূল (TMC) নেতা নান্টু প্রধানের ভাই। যা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।


ধৃত যুবক নিহত তৃণমূল নেতার ভাই


কেলেঘাই নদীর চর দখল করে অবৈধ ভেড়ি তৈরি, বেআইনিভাবে নদী বাঁধ সংলগ্ন এলাকার মাটি কেটে পাচার, এই জোড়া অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। শনিবার এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। 


অবৈধ ভেড়ি তৈরির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত পিন্টু প্রধান তৃণমূল নেতা খুন হওয়া নান্টু প্রধানের ভাই। ভগবানপুরের মহম্মদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ছিলেন নান্টু। ২০১৮-য় পঞ্চায়েত ভোটের মুখে খুন হন নান্টু প্রধান। 

পুলিশ সূত্রে খবর,  খুনের মামলার তদন্তের নেপথ্যে ভেড়ি বিবাদের তত্ত্ব উঠে আসে। সেই ঘটনার ৪ বছরের মাথায় অবৈধভাবে ভেড়ি তৈরির অভিযোগে গ্রেফতার হলেন নিহত তৃণমূল নেতার ভাই পিন্টু। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। 


আরও পড়ুন: WB Tourism: কার্শিয়ং থেকে শান্তিনিকেতন, পারদ নামতেই ভিড় বাড়ছে ভ্রমণ পিপাসুদের


বিজেপি-র (BJP) কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "ভগবানপুরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন বিগত দিনে ভগবানপুরে একপ্রকার সন্ত্রাস ছিল। সেই সন্ত্রাসকারী নান্টু প্রধানের ভাই পিন্টু প্রধান রয়েছে। ওই এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে ভেড়ি দখলের। জনরোষের শিকার হবে বুঝেই গ্রেফতার।"


বিজেপি-র আনা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ঘাস-ফুল শিবির। কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে দল না দেখেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ব্যবস্থা নিলে বিজেপি বলে আইওয়াশ। ব্যবস্থা না নিলে আবার বলছে যোগসাজশ। 


অবৈধ ভেড়ি নিয়ে নতুন করে উত্তেজনা


আগামী বছর রাজ্যে ফের পঞ্চায়েত ভোট। তার আগে ফের অবৈধ ভেড়ি তৈরির অভিযোগে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।