বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : নন্দীগ্রামে (Nandigram) সমবায় ভোটে খাতাই খুলতে পারল না বিজেপি (BJP)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে এই ভোটে ৫২টি আসনের মধ্যে ৫১টিরই দখল নিয়েছে রাজ্যের শাসকদল। বাকি একটিতে জয়ী হয়েছে বামেদের। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, এই ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ বিজেপি। তৃণমূল-বিজেপি সেটিংয়ের জন্য এই ফলাফল বলে কটাক্ষ করতে ছাড়েনি বাম নেতৃত্ব।


শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গো-হারা হল বিজেপি। কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। ৫২টি আসনের ৫১টিই দখল করল তৃণমূল। একটি মাত্র আসনে জয়ী হয়েছে বামেরা।


কী ফল ?


অথচ গত বিধানসভা ভোটে রাজ্য জুড়ে জয়ধ্বজা ওড়ালেও নন্দীগ্রামে জয়ের মুখ দেখেনি তৃণমূল। তাই এবার সমবায় সমিতির ভোটে কী হবে, তা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের হানু ভুঁইয়া, শিবরামপুর ও ঘোলপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৫২। মোট ভোটার ২ হাজার ৫৬৪ জন। ৫২ আসনের, ১টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। রবিবার ভোটের ফল বেরোতে দেখা যায়, বাকি ৫১টি আসনের মধ্যে ৫০টিই গিয়েছে তৃণমূলের দখলে। একটি আসনে জয়ী হয়েছে বামেরা।


আরও পড়ুন ; নন্দীগ্রামে তেরঙ্গা যাত্রায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, কী পদক্ষেপ নিলেন শুভেন্দু ?


এই জয়ের পর কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের তরফে নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতি ও দলীয় নেতা পরিতোষ জানা বলেন, এই জয় এলাকাবাসীর জয়। যে মীরজাফর, গদ্দার তিনি দেখে যান, সমবায়ে দাঁড়ালেও পরাজিত করব। নন্দীগ্রামের মানুষ তৃণমূলের সঙ্গে।


নন্দীগ্রাম (২) দক্ষিণ মণ্ডলের বিজেপির সভাপতি অরূপ জানা বলছেন, ২ মের পর অধিকাংশ কর্মী-সমর্থক ঘরছাড়া। আস্তে আস্তে জমি দখলের চেষ্টা। যাঁরা জয়লাভ করেছে তারা তৃণমূল ঘরানা ও ভোটারও তাই ।


গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মতো হলদিয়াতেও জিতেছে বিজেপি! চলতি মাসেই, গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হলদিয়ার একটি স্টিল কারখানায় শ্রমিক সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জেতে তৃণমূল কংগ্রেস। এবার, নন্দীগ্রামে সমবায় ভোটে তারই পুনরাবৃত্তি হল। 


স্বাভাবিকভাবেই, এই জয়ে উচ্ছ্বসিত রাজ্যের শাসক শিবির।