বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে অসুস্থ তৃণমূল নেতার (TMC on BJP) উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাইক থামিয়ে মারধরের পর বাইক ভাঙচুরের অভিযোগ তুলল তৃণমূল। ঘটনায় বিজেপির একজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম (Nandigram Police station) থানার পুলিশ।
ভাঙা কাচের বোতল নিয়ে তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রাস্তায় পড়ে আছে ভাঙা বাইক। ছড়িয়ে ছিটিয়ে আছে, ভাঙা মদের বোতল। বাড়ি ফেরার পথে নন্দীগ্রামের মহম্মদপুরে আক্রান্ত অসুস্থ তৃণমূল নেতা। বিজেপির বিরুদ্ধে মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। মদের বোতল ভেঙে খুনের হুমকিও দেওয়া হয়েছে।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি রাখহরি ঘড়া। মহম্মদপুর বাজারে গ্রিলের দোকান চালান এই তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মহম্মদপুরে ব্রিজের ওপর হামলা চালায় বিজেপি। তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি রাখহরি ঘড়া বলেন, 'অতর্কিত আক্রমণ করা হয়। কোনও কথাবার্তা নেই। তা আগেই কিল চড়, ঘুষি। তারপর গাড়িটা চোখের সামনে ভেঙে দিল।' আক্রান্ত নেতার অভিযোগ, তাঁর সঙ্গে ওষুধ ছিল, তিনি ট্রান্সপ্লান্টের রুগী বলার পরেও তাঁকে ওষুধ দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই ওষুধ নাকি ফেলে দেওয়া হয়।
তৃণমূলের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির (BJP Nandigram) নন্দীগ্রাম ১ মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া বলেন, 'বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা মদ খাওয়াকে কেন্দ্র করা একটা বচসা হয়। সেই বচসা থেকেই এই গন্ডগোলের সূত্রপাত।'
এই ঘটনায় বিজেপির একজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম হল সৌরেন পড়ুয়া। কয়েকদিন আগেই নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তার ঠিক দুদিনের মাথাতেই ফের একবার বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল জোড়াফুল শিবির। এর আগেও একাধিক নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপড়েন ও সংঘর্ষের ঘটনার অভিযোগ সামনে এসেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।