ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মণ্ডল কমিটি গঠন নিয়ে অসন্তোষের জের। মণ্ডল কমিটি নিয়ে প্রবল অসন্তোষ। চলছিল চাপানউতোর। এবার বিজেপি বিধায়কের অফিসেই অশান্তি। দলেরই বিধায়কের অফিসে তালা ঝুলিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুরের উত্তর মণ্ডলের বিজেপি (BJP) কর্মী ও সমর্থকরা। যদিও বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি বিজেপি বিধায়কের। জেলা বিজেপি সভাপতির অভিযোগ, তৃণমূলের ইন্ধনে এমন ঘটনা।


পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। আর সেখানেই বিজেপির অন্দরে এমন অসন্তোষের ছবি। সেখানকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তাঁর উপরেই ক্ষোভ বিজেপি কর্মী ও সমর্থকদের। ক্ষোভের জেরে বিধায়কের ঘরেই তালা ঝোলানো হয়েছে। কিন্তু দলের বিধায়কের উপরেই কেন এত ক্ষোভ?


কর্মীদের কী অভিযোগ: 
স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের একাংশের অভিযোগ, সম্প্রতি ভগবানপুর উত্তর মণ্ডল ২-এর যে কমিটি তৈরি হয়েছে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। কমিটি গঠনের আগে তা নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনাই করেননি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। একই অভিযোগ রয়েছে জেলা সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধেও।


পূর্ব মেদিনীপুরের ভগবানপুর উত্তর মণ্ডল ২-এর যুব মোর্চা সভাপতি গোবিন্দপ্রসাদ দাস বলেন, 'মণ্ডল সভাপতি যে ঘোষণা হয়েছে, বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আর জেলা সভাপতির দ্বারা হয়েছে, বিধায়ক এই কমিটিকে, সংগঠনকে কুক্ষিগত করার লক্ষ্যে এটা করেছেন, কারও সঙ্গে আলোচনা না করেননি।'


অভিযোগ অস্বীকার বিধায়কের:
ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, 'আমি বাইরে রয়েছি। আমার জানা নেই কিছু। কোনও খবর নেই।' এমন ঘটনায় কটাক্ষের সুযোগ ছাড়েনি তৃণমূল (TMC)। কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস গোটা ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। পাল্টা সরব বিজেপিও। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত বলেন, 'তৃণমূলের ইন্ধনে কেউ কিছু করেছে। তালা নেই। তৃণমূল আগে নিজের জায়গা সামলাক।'


আসন্ন পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে দলকে বুথস্তর থেকে শক্তিশালী করার লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু, মণ্ডল সভাপতি ও কমিটি গঠন নিয়ে জেলায় সবচেয়ে বেশি ভোটে জেতা কেন্দ্রেই যেভাবে মতবিরোধ প্রকাশ্যে এসেছে, তাতে অস্বস্তিতে পদ্ম শিবির।


আরও পড়ুন: তোলা হয়ে গিয়েছে সব বরাদ্দ, তবুও পুকুরের জায়গায় মাঠ!