বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: জরিমানার নামে যখন তখন মোটা টাকা আদায়ের অভিযোগ। তাকে ঘিরে ধুন্ধুমার বাধল মেচেদা রেল স্টেশনে। রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে নামল হকার ইউনিয়ন। তাদের হটাতে লাঠিচার্জ করল রেল পুলিশ (GRP)। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 


হকার এবং রেল পুলিশের মধ্যে ধুন্ধুমার মেচেদায়


দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) মেচেদা রেল স্টেশনের (Mecheda Railway Station) ঘটনা। হকারদের (Hawkers Union) উপর যখন তখন কেস দিয়ে, জরিমানার নামে মোটা টাকা আদায়ের অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে। সেই নিয়ে বুধবার প্ল্যাটফর্ম চত্বরে বিক্ষোভে শামিল হন হাওড়া-পাঁশকুড়া হকার ইউনিয়নের সদস্যরা। 


এ দিন রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করে মেচেদায় তাদের থানা ঘেরাও করেন হকার ইউনিয়নের সদস্যরা। তার জেরে দীর্ঘ ক্ষণ উত্তপ্ত ছিল স্টেশন চত্বর। ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে। তাতে প্রথমে আলাপ-আলোচমার মাধ্যমে, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ তুলতে সচেষ্ট হয় রেল পুলিশ। দীর্ঘ ক্ষণ সেই চেষ্টা চলে। 


আরও পড়ুন: Partha Chatterjee: অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়


কিন্তু কথায় কাজ হয়নি। বরং রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলতেই থাকে। তাতেই রেল পুলিশের তরফে বিক্ষোবকারীদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এলোপাথাড়ি লাঠির আঘাতে এসে পড়তে শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধুন্ধুমার বেধে যায় পুলিশের। তাতে পরিস্থিতি আরও তেতে ওঠে। 


রেল পুলিশের বিরুদ্ধে জরিমানার নামে টাকা আদায়ের অভিযোগ


বেশ কিছু ক্ষণ এমন চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রেল পরিষেবা চালু রাখতে হকার ইউনিয়নের সদস্য, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বেল জানা গিয়েছে রেল পুলিশ সূত্রে। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রেল পুলিশের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই হকারদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।