বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মহিষাদলের চকদ্বারিবেড়্যার পর পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) নন্দীগ্রামের (Nandigram News) কেন্দামারী। জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্রাম কমিটির সদস্যদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, দুই মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। নির্যাতিতাদের বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।
জমি নিয়ে বিবাদের জেরে দুই বোনকে পুড়িয়ে মারার চেষ্টা বলে অভিযোগ
অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তর কেন্দামারীর বাসিন্দা ভীমচরণ দাসকে বেশ কয়েকমাস ধরে একঘরে করে রেখেছিলেন গ্রাম কমিটির সদস্যরা। শারীরিক অসুস্থতার কারণে রবিবার দুই ছেলেকে নিয়ে ভিন্ রাজ্যে চিকিৎসা করাতে যান ভীমচরণ। বাড়িতে ছিলেন দুই বিবাহিতা মেয়ে। অভিযোগ, ওই দিনই বাড়িতে এসে ওই দুই মহিলাকে হুমকি দেওয়া হয়।
হেনস্থার শিকার থানার দ্বারস্থ হওয়ায় পুলিশ ২ জনকে গ্রেফতার করে প্রথমে। কিন্তু জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার ফের গ্রাম কমিটির সদস্যরা ভীমচরণের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। ভীমচরণের বাড়িতে ভাঙচুর, মারধরের পাশাপাশি, বাড়ির চারদিকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। সেইসময় খবর পেয়ে পুলিশ পৌঁছে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় ভীমচরণের পরিবার।
তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ শুভেন্দুর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গ্রাম কমিটির মাতব্বরের মদতে ওই বাড়িতে চড়াও হন একদল দুষ্কৃতী। বাইরে থেকে হুমকি দিতে থাকে। ইটি-পাথর ছড়তে থাকে এলোপাথাড়ি। দুই মহিলা ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়ায়, বাড়িতে ঢুকতে পারেনি দুষ্কৃতীরা। কিন্তু এর পর কেরোসিন ছড়িয়ে ওই দুই মহিলাকে তারা পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। কোনও রকমে নন্দীগ্রাম থানায় ফোন করে বিষয়টি জানান ওই দুই মহিলা। তাতেই প্রাণরক্ষা হয় তাঁদের।
এই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার হলদিয়া আদালতে তোলা হয় তাঁদের। দুই মহিলার নিরাপত্তায় তাঁদের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই ওই বাড়িতে চড়াও হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির।
আরও পড়ুন: Coochbehar: দিনহাটার নিগমবাজারে দুটো দোকানে দুঃসাহসিক চুরি