বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : প্রধান নির্বাচন ঘিরে এবার তৃণমূলে দ্বন্দ্ব নন্দীগ্রামে (Nandigram)। দলীয় নির্দেশ অমান্য করে বিজেপির সহায়তায় প্রধান নির্বাচিত হলেন শেখ সুফিয়ানের জামাই। আর তার পরই নন্দীগ্রামের ১ ব্লক কমিটির অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। তাঁদের দাবি, দলের নির্দেশ যাঁরা অমান্য করল তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথা তাঁরা গণইস্তফা দেবেন। এমনই হুঁশিয়ারি দেন নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যদের একাংশ।


গত বৃহস্পতিবার ছিল নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। এই গ্রাম পঞ্চায়েতে ১২টি আসন পায় তৃণমূল কংগ্রেস, ৬টি আসনে জেতে বিজেপি। তৃণমূলের হুইপ ছিল, দলের তরফে নির্ধারিত শাহনয়াজ আলি খানকে প্রধান হিসেবে নির্বাচিত করতে হবে। কিন্তু, শপথ গ্রহণের পর প্রধান নির্বাচনের সময় দেখা যায়, বিজেপির ৬ জয়ী সদস্য সমর্থন করেন তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুলকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শেখ হাবিবুলকে যে বিজেপি সমর্থন করবে, তা আগে থেকেই ঠিক ছিল।


এদিন তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ দেখানোর সময়, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালের সই করা একটি চিঠি প্রকাশ্যে আনেন বিক্ষোভরত দলীয় কর্মীরা। যেখানে শেখ হাবিবুলকে সমর্থন করতে বলা হয়েছে সমস্ত বিজেপি সদস্যকে। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, দলীয় হুইপ অমান্য করে অন্যায় করা হয়েছে। কর্মীদের অভিযোগ লিপিবদ্ধ করেছি। উচ্চ নেতৃত্বকে জানাব।


বোর্ড গঠনে চমক বিজেপির-


আগের দিনই সকালে তৃণমূল ছেড়ে যোগ দেওয়া বিজেপি প্রার্থীকে বিকেলে বিজেপির পঞ্চায়েত প্রধান করা হয়। নন্দীগ্রামের আমদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে দিনভর টানটান নাটক ছিল। শেষমেশ, বোর্ড গঠনে বড় চমক দেয় বিজেপি। 


নন্দীগ্রামের আমদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট ১৫ টি আসনের মধ্যে ৭ টি আসনে জেতে বিজেপি। ৫ টি আসন পায় তৃণমূল। ২ টি পায় নির্দল, আর ১ টি আসন যায় সিপিএমের দখলে। অর্থাৎ, ম্যাজিক ফিগার পেতে আর ১ টিই আসন দরকার ছিল বিজেপির। শুক্রবার বোর্ড গঠনের আগে দেখা যায়, সিপিএম বা নির্দলের কেউ নয়, তৃণমূলের জয়ী সদস্য পূর্ণচন্দ্র মণ্ডল যোগ দেন বিজেপিতে। তৃণমূলের ১ জয়ী সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় অঙ্ক দাঁড়ায়- বিজেপি ৮, তৃণমূল ৪, নির্দল ২ ও সিপিএম ১। সকালে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সদস্যকেই পঞ্চায়েত প্রধান করে বিজেপি।