বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। সেখানে ফের প্রকাশ্যে এল তৃণমূলের কোন্দল। ইস্যু দুর্নীতি। দাউদপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন দলেরই পঞ্চায়েত সদস্য। দুর্নীতির প্রতিবাদ করায় এই ঘটনা বলে দাবি ওই পঞ্চায়েত সদস্যের। যদিও গোটা অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। 


অভিযোগকারী একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন। নন্দীগ্রামের তৃণমূল পরিচালিত দাউদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগের দাবি, এই অডিও ক্লিপে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। সেখানে শোনা যাচ্ছে, একটি কণ্ঠ হুমকি দিচ্ছে। আব্বাগ বেগের দাবি, ওই কণ্ঠটি পঞ্চায়েত প্রধান শামসুল ইসলামের। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কেন এই ঘটনা?


ঘটনার সূত্রপাত ২০২১ সাল। দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দাউদপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। এর জেরে জেলও খাটতে হয় পঞ্চায়েত প্রধানকে। মাস আটেক আগে জামিনে মুক্তি পান ওই প্রধান শামসুল ইসলাম। অভিযোগ এরপরই পঞ্চায়েত সদস্য আব্বাস বেগকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন তিনি।


 নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা আব্বাস বেগ বলেন, 'ফোনে হুমকি দেয়। কেস তুলে নিতে হবে। খুনের হুমকি দেয়। ভয়ে নন্দীগ্রাম ছাড়া আছি।' পাল্টা দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা শামসুল ইসলাম বলেন, 'নিজেই দুর্নীতি অপকর্ম করেছে। এসব মিথ্যে অভিযোগ করছে।' এই ভাইরাল অডিও ক্লিপ ঘিরে নন্দীগ্রামে শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে জমি আন্দোলনের আঁতুড়ঘরে তৃণমূলের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


কী বলছে তৃণমূল নেতৃত্ব:
তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া বলেন, 'প্রধানের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, মিথ্যে মামলা। ঈর্ষাবশত কারণে অভিযোগ করেছিল।'


বিজেপির কটাক্ষ:
তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে পদ্ম শিবির। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বলেন, 'গোটা রাজ্যজুড়ে শামসুলের মতো দুর্নীতিগ্রস্ত রয়েছে। আব্বাস প্রতিবাদ করেছে চোরডাকাতরা লুঠ করছে।'


আর কদিন পরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে এখন রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবজোয়ার কর্মসূচি। তার মধ্যেই জমি আন্দোলনের খাসতালুক নন্দীগ্রামে তৃণমূলের অন্দরের কোন্দল কি শাসক দলের জন্য অস্বস্তির? উঠছে প্রশ্ন। 


আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?