বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভেঙে পড়ল হেরিটেজ বিল্ডিংয়ের একাংশ। গতকাল রাতে মহিষাদল রাজবাড়ির পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। রাজবাড়ি সূত্রে খবর, বছর ছয়েক আগে পুরনো রাজবাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। বছর চারেক আগে শুরু হয় সংস্কার। লোহার খাঁচা ও টিন ঘিরে ফেলা হয় পুরনো রাজবাড়ি। এরপর সংস্কারের কাজ থমকে যায় বলে অভিযোগ। 


কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই হেরিটেজ বিল্ডিংয়ের একাংশ গতকাল ভেঙে পড়ে বলে দাবি রাজবাড়ির সদস্যদের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


এদিকে, সকালে জল আনতে গিয়ে পাঁচিল ধসে জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সালকিয়ায়। সকাল সাড়ে ৬টা নাগাদ রাস্তার কল থেকে জল আনতে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি। পাশেই পুরনো বাড়ি ভেঙে প্রোমোটিং চলছে। রাস্তার ওপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পাঁচিল। ধ্বংসস্তূপে আটকে পড়েন ওই ব্যক্তি। ঘণ্টাচারেকের চেষ্টায় পুলিশ ও দমকল তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। টানা বৃষ্টির জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


আরও পড়ুন, ঘুড়ি ওড়ানো নিয়ে বিবাদ! বাবা-ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলার অভিযোগ মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে


অন্যদিকে, তালা দেওয়া বাড়ির ভেতর থেকে উদ্ধার হল মাঝ বয়সী এক ব্যক্তির পচন ধরা ঝুলন্ত দেহ। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের। মৃত ব্যক্তির নাম অসিত সরকার। বয়স ৫২। তালা দেওয়া ঘরের সিঁড়ি ঘরের নালা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, দেখতে পান এলাকার মানুষ। এছাড়া দুর্গন্ধও বের হতে থাকে ওই বাড়ি দিয়ে। 


এই ঘটনার পর তাহেরপুর থানার খবর দেওয়া হলে পুলিশ শুক্রবার তালা ভেঙে সিঁড়ি ঘর থেকে পচন ধরা ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বনাবনি ছিল না অসিতের। প্রায় তিন মাস আগে স্ত্রী নিখোঁজ হয়ে যান। শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বামী অসিত সরকার। তাদের দুটি ছেলে রয়েছে।