পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শনিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশে সকাল থেকেই মেঘ থাকবে। সকাল খেকে দফায় দফায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা গড়ালে বৃষ্টি বাড়বে। এদিন সন্ধের পর থেকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও আকাশ মেঘলা থাকবে। এদিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index- ৫ এর আশেপাশে থাকছে। শনিবার জেলায় হাওয়ার গতিবেগ ২-৩ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। (Weather forecast of Purba Medinipur-Digha)। শনিবার সকালে বৃষ্টি হলেও রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। 


আগামীদিনে কেমন আবহাওয়া:
আগামীকাল, রবিবারও জেলার আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকবে। জেলায় বিভিন্ন জায়গায় সকালের দিকে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন রাতের দিকেও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। পূর্ব মেদিনীপুরে দিনের বেলায় গড় তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। Real Feel তুলনায় বেশি হবে। UV Index-৩-এর আশেপাশে থাকবে। এদিন সারাদিনে ৪ মিলিমিটারের আশপাশে বৃষ্টি হবে।


আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৫ টা বেজে ৪৩ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা বেজে ২৮ মিনিটে।


পশ্চিম মেদিনীপুর:
শনিবার জেলার তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। real feel- বেশ খানিকটা বেশিই হবে। আকাশে ঘন মেঘ থাকবে। দিনের বেলা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের আরও কোনও পূর্বাভাস নেই।  জেলায় দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে। গড় গতিবেগ ৮-৯ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সামান্য বেড়ে ৯১ শতাংশের আশেপাশে থাকবে।


রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জেলায় এদিন বৃষ্টি হবে। মেঘলা আকাশ থাকবে। বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতেও জেলার বিভিন্ন এলাকায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৯ শতাংশ, রাতেও আপেক্ষিক আর্দ্রতা উঠতে পারে ৯২ শতাংশে।