কলকাতা : সাংসদ পদ খারিজ নিয়ে বিতর্কের মাঝেই এবার পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়কদের (BJP MLAs) সঙ্গে একমঞ্চে দেখা গেল শিশির অধিকারীকে (Sisir Adhikari)। কাঁথির নান্দনিক ক্লাবের সভাপতি শুভেন্দু অধিকারী ও সম্পাদক সৌমেন্দু অধিকারী। চতুর্থীর রাতে ওই পুজোর উদ্বোধনে কাঁথির সাংসদ শিশির অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস। বিষয়টি সাংসদ পদ খারিজের শুনানিতে উল্লেখ করা হবে বলে জানিয়েছে কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


সুর চড়াল তৃণমূল-


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "উনি শারীরিক ও মানসিকভাবে বিজেপির সঙ্গেই আছেন। যেটা মন থেকে চাইছেন, যেটা মন থেকে করছেন, নির্বাচনের আগে বিজেপির মঞ্চে গিয়ে যে দলের নির্বাচিত সাংসদ, তাদের সমালোচনা করছেন, সরকার পড়ে যাওয়ার কথা বলছেন। ফলে, মুখ ফুটে সেগুলো আবার স্বীকার করতেই কেন এত অসুবিধা বুঝতে পারি না। আশা করেছিলাম, উনি বুক বাজিয়ে বলবেন বিজেপি করছি। এত লুকিয়ে চুরিয়ে চুপি চুপি ! পুজোর মঞ্চ, ভোটের মঞ্চ কিছুই যখন বাদ দিচ্ছেন না, একটু জোরে বলুন না। কোনও অসুবিধা নেই।"


পাল্টা বিজেপির তরফে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "আগে দুর্গাপুজোর সময় রবীন্দ্র সঙ্গীত শুনে বাঙালির ঘুম ভাঙত। এখন গরু, কয়লা, স্টোন চিপস , বালি, পাথরের কথা শুনছেন। যে রাজনৈতিক দল অসহিষ্ণু, তারাই এই রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে। তৃণমূলের কাছে রাজনৈতিক শিক্ষা পুজোর ক'টা দিন শিখতে নারাজ। বিভাজনের রাজনীতি তাদের যেমন চলছে, চলছে। আমাদের অবস্থানেও আমরা অনড় থাকব।"


বির্তক তৈরি হওয়ায় প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন শিশির অধিকারী।


প্রসঙ্গত, দিনকয়েক আগেই সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠায় লোকসভার প্রিভিলেজ কমিটি। ১২ অক্টোবর বেলা সাড়ে ১২টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গত ২০ সেপ্টেম্বর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য দ্রুত শুনানির আর্জি জানান। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, জবাবি চিঠিতে শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ রয়েছে। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের শুনানিতে দেরি হলে, তা সংসদীয় রাজনীতির পক্ষে শুভ নয় বলে মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন ; কোন দলে শিশির, জবাবদিহি করতে হবে লোকসভায়, সুকান্ত বললেন, ‘বিজেপি-তে যোগ দেননি উনি’