বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শুভেন্দুর এলাকায় সমবায় সমিতির নির্বাচনে কার্যত পর্যুদস্ত হল বিজেপি। নন্দীগ্রামে একটি সমবায় সমিতির ভোটে সবকটি আসনেই জয় পেল তৃণমূল। 


তৃণমূলের দখলে এল নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি। ওই সমবায় সমিতির ১২টি আসনই তৃণমূলের দখলে গেল। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ভেটুরিয়া সমবায় সমিতিতে একটিও আসন পেল না বিজেপি।


প্রবল উত্তেজনা; 
নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোট শুরুর আগেই বহিরাগতদের এনে জমায়েত করার অভিযোগ ঘিরে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি সমর্থকরা। আহত হন দুপক্ষের ৪ জন। মাথা ফাটে ভোটারের। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামলাতে এলাকায় নামাতে হয় ব়্যাফকে। এলাকায় বসেছে পুলিশ পিকেট।


তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, সিপিএম ও বিজেপি হাতে হাত মিলিয়ে এলাকায় অশান্তি ছড়িয়েছে। নন্দীগ্রাম ২-এ নির্বাচন হয়েছে। কিন্তু নন্দীগ্রাম ১ ও খেজুরি থেকে বহিরাগতদের ঢুকিয়ে হামলা করেছে বিজেপি, অভিযোগ কুণালের। নন্দীগ্রামে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে, দাবি কুণাল ঘোষের।  


বিজেপির দাবি, পুলিশের সামনেই বাঁশ হাতে দাপিয়ে বেরিয়েছে তৃণমূলের বাহিনী। বিজেপি সমর্থকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিজেপির।


এদিনই রানাঘাটে সভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন তিনি। তুলেছিলেন নন্দীগ্রামে তাঁর জয়ের প্রসঙ্গও। রানাঘাটের সভা থেকে তিনি বলেন, 'দল দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আরেকটা দায়িত্ব পালন করব, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব।'


নানা বিষয়ে তুলোধনা: 
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা বলে চালানোর চেষ্টা করেছিল। ধরা পড়েছে চোর, বড় ডাকাত ধরতে হবে। পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর। পঞ্চায়েতে বিজেপিকে জেতান, যোগ্যদের অবশ্যই আবাস যোজনায় ঘর দেওয়া হবে।' শুভেন্দুর অভিযোগ, 'ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার উঠে যাবে। নদিয়ার নাম বদল হলে বিজেপি ছাড়বে না। কয়েকদিন আগে একজন রানাঘাটে এসে বলেছিলেন, তিনি কিছু খান না। তিনি অন্য কিছু খান না, দুর্নীতির টাকা খান।' নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর।


আরও পড়ুন: 'পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর', আশ্বাস শুভেন্দুর