পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (east medinipur) দিঘায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temparature) ছিল ৩৩.৯  ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। দিঘায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা (minimum temparature) ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দিঘায় (digha) সাধারণত পরিষ্কার আকাশ থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও আকাশ সাধারণত পরিষ্কার  থাকতে পারে। মঙ্গলবার দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেদিন থেকে পরপর কয়েকদিন টানা দিঘার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন  থাকার সম্ভাবনা রয়েছে।


গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত (rainfall) হয়নি। গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা ৬৮ শতাংশ থেকে থেকে ৭০ শতাংশ। 


পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর (medinipur) জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর (bay of bengal) এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ। আবহাওয়ার উপর নির্ভর করে এই এলাকায় যাবতীয় অর্থনীতি। মাছ ধরতে সমুদ্রে যাওয়ার প্রক্রিয়াও আবহাওয়ার উপর নির্ভর করে। তার সঙ্গেই দিঘার মতো উপকূলবর্তী এলাকায় সাধারণ জনজীবনও আবহাওয়ার উপর নির্ভরশীল। 


আজ দিঘায় সূর্যাস্ত সন্ধে ৫ টা বেজে ৫০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা বেজে ৪৪ মিনিটে।