হংসরাজ সিংহ, পুরুলিয়া: বেপরোয়া একটি লরির ধাক্কায় মৃত্যু হল পাঁচ জনের (Puruila accident)। জখম হলেন আরও পাঁচজন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া (Puruila) জেলার নিতুড়িয়া থানার (Neturia police station) অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি লরি পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছিল সেই সময় বেপরোয়াভাবে এসে প্রথম একটি যাত্রীবোঝাই টোটো তারপর একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘাতক লরিটি আশেপাশে থাকা পথচারীদেরও ধাক্কা মারে। ভয়াবহ এই দুর্ঘটনায় জখম হন ১১ জন। 


আরও পড়ুন: Shah Rampurhat Meeting:'বাংলা থেকে কাটমানি, সিন্ডিকেটরাজ বন্ধ করবে বিজেপি', রামপুরহাটে আশ্বাস শাহের


তাঁদের সঙ্গে সঙ্গে হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর জখম দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। পরে এই দুর্ঘটনার জন্য ঘাতক লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। এদিকে চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে  যানের গতি নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রচুর পুলিশ কর্মী। বিষয়টিকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হয়েছে। রয়েছে উত্তেজনাও।  


প্রসঙ্গত উল্লেখ্য, দুদিন আগেই প্রায় একই ধরনের দুর্ঘটনার সাক্ষী থেকেছেন হুগলি জেলার শ্রীরামপুরের মানুষ। সেখানেও বাঙ্গিহাটির মোড়ে যাত্রীবোঝাই একটি টোটোকে পিষে দেয় একটি লরি। এর জেরে মৃত্যু হয় তিনজনের। এরপর বেপরোয়া লরিগুলির গতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘাতক লরি সহ বেশ কয়েকটি গাড়িতে ভাংচুরও চালান। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরে পুলিশ এসে বেশ কিছুক্ষণ ধরে বুঝিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যদিও এখনও সেখানে চাপা উত্তেজনা রয়েছে বলে খবর। 


আরও পড়ুন: Amit Shah Attacks Arvind Kejriwal: "অরবিন্দ কেজরিওয়াল প্রচার করলেও মানুষ শুধু আবগারি দুর্নীতির কথাই মনে করবে", কটাক্ষ অমিত শাহের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।