সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: জনবহুল এলাকা, পাশাপাশি একাধিক বাড়ি। সেখানেই দিনে দুপুরে গৃহস্থবাড়িতে কেপমারি। মঙ্গলবার ঠিক এমনই ঘটনা ঘটল পুরুলিয়া (Purulia) শহরের জনবহুল এলাকায়।
ঘরে ঢুকে প্রতারণা
পুরুলিয়া পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ডাক্তারডাঙ্গা এলাকা। সেখানে বাড়ি খান পরিবারের। দুপুরে বাড়িতে একাই ছিলেন বাড়ির এক সদস্য। সেই সুযোগেই বাড়িতে আসে দুই দুষ্কৃতী। নিজেদের গয়না পালিশের কর্মী বলে পরিচয় দেয় তাঁরা। ওই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে। বাড়িতে থাকা পুরনো গয়না পালিশ করে নতুনের মতো করে দেওয়া হবে বলে জানায় তারা। পরিবারের এক সদস্য জানাচ্ছেন, প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু ওই দুই যুবক ক্রমশ কথা বলতে থাকে। কথা বলতে বলতেই কোনওভাবে নিজেদের দাবি বিশ্বাস করায়। ওই দুজন একটি মোটরবাইকে এসেছিল। ওই দুজনের সঙ্গে ছিল একাধিক লিফলেট ও প্রচারমূলক কাগজপত্র। সেগুলিও দেখায় তারা। শেষ পর্যন্ত ওই দুজনের কথায় বিশ্বাস করে কিছু সোনার গয়না (Gold Ornaments) বের করে দেন পরিবারের ওই সদস্য। সেগুলি পালিশ করে দেন তাঁরা। তা দেখে ঘরে থাকা বাকি সোনার গয়নাগুলিও শেষ পর্যন্ত বের করে দেন ওই সদস্য। তখনই সব গয়না নিয়ে ওই মহিলার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। প্রতারিত হয়েছে বুঝতে পেরে শেষ পর্যন্ত ছেলেকে খবর দেন ওই মহিলা। খবর পেয়ে বাড়িতে আসেন তাঁর ছেলে।
পুলিশে অভিযোগ:
গোটা বিষয়টি জানার পর সোজা পুরুলিয়া সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি। পরিবারের অভিযোগ, ঘরের প্রায় সব গয়নাই লুট হয়েছে। লুট হয়ে যাওয়া গয়নার মূল্য ৪ থেকে ৫ লক্ষ টাকা বলে অভিযোগ পরিবারের। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনার তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। দুষ্কৃতীদের গতিবিধি বুঝতে পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভরসা করছে পুলিশ। আপাতত ওই দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন: রাতের ট্রেনে মত্ত অবস্থায় তরুণীর শ্লীলতাহানির চেষ্টা জওয়ানের! অভিযুক্ত গ্রেফতার