সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: তীব্র দাবদাহের পর স্বস্তি।  আবহাওয়া দফতরের পর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর তান্ডব চলল পুরুলিয়ার (Purulia) বলরামপুর বরাবাজার সহ সংলগ্ন এলাকায়। এদিনের এই ঝড়ের তাণ্ডবে জেরে ক্ষয়ক্ষতিও হয়েছে। ভেঙে পড়েছে বড় বড় গাছ। এদিকে,  বজ্রপাতে মৃত্যু হয়েছে ১ শিশুর।


এদিন, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস ছিল। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছিল। সেই মতই, এদিন বিকেলের দিকে হঠাৎ মেঘ কালো করে আসে। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপরেই কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বিদ্যুতের তাঁর ছিড়ে যাওয়ায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বলরামপুর স্টেশন এলাকায় ভেঙে পড়ে গাছ। এক নাগাড়ে ঘন্টা খানেক শীলাবৃৃষ্টি তে বহু কাঁচা বাড়ি ধসে যায়। পাশাপাশি পাহাড় লাগোয়া পারডি গ্রামেও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। 


বজ্রপাতে মৃত্যু ১ শিশুর


এর মধ্যে এক প্রাণহানির ঘটনাও ঘটল। বলরামপুর ব্লক এর তেঁতলো গ্রাম পঞ্চায়েত এলাকার ঢাকিবাদ গ্রামে ঝড় বৃষ্টির সময় ষষ্ঠী হেমব্রম ওরফে রামু হেমব্রম নামে বছর ১২ বছরের শিশুটি বাড়ির মধ্যেই ভাই বোনের সাথে খেলা করছিল। এরমধ্যেই বজ্রপাতে সংজ্ঞা হারিয়ে ফেলে শিশুটি। এরপরই পরিবারের লোকজন তড়িঘড়ি বলরামপুর ব্লক এর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বাঁশগড় হাঁসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। আজ মৃত শিশুর দেহের ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এদিকে, চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময় চাষ জমিতে শশা ও টমাটো রয়েছে। সেগুলির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।


আরো পড়ুন: হাঁসখালিকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে ফের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি বিজেপির