হংসরাজ সিংহ , পূর্ণেন্দু সিংহ ও বিশ্বজিৎ দাস, পুরুলিয়া: দাবি আদায়ে ক্রমশই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কুড়মি সমাজ (Kurmi  Movement)। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে লাগাতার রেল, সড়ক অবরোধ। অবরোধে সামিল মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোও। অবরোধের জেরে বিঘ্নিত রেল পরিষেবা (Purulia News)। 


একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন


সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জঙ্গলমহলের ৩ জেলায় ফের কোথাও রেল, কোথাও পথ অবরোধে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের অষ্টম তফশিলের।

এমনই একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন। বৃহস্পতিবার পুরুলিয়ার কুস্তাউরে রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে সামিল হন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা পিছু হঠব না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব আন্দোলন।"


আরও পড়ুন: CV Ananda Bose: পূর্বসূরি ধনকড়কে অনুসরণ! উচ্চশিক্ষায় নজরদারি রাজ্যপালের, আর্থিক লেনদেনে নিতে হবে অনুমোদন



আন্দোলন-অবরোধে বাস, ট্রেন না পেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিশ্বরূপ মুখোপাধ্যায় নামের এক যাত্রী বলেন, "কালকেও বাস পাইনি। ট্রেন পাইনি। যাতায়াতে অসুবিধে হচ্ছে।" আন্দোলনের প্রভাব সরাসরি পড়েছে রেল পরিষেবায়। বাঁকুড়ার ওপর দিয়ে যাওয়া পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস, খড়গপুর- রাঁচি এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে ডাউন পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথও। অচিন্ত্য মহাদানি নামের এক যাত্রী বলেন, "খুব সমস্যায় পড়েছি। নিরুপায় হয়ে যেতে হচ্ছে জীবিকার স্বার্থে।"


অবরোধকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ


খেমাশুলিতে আবার অবরোধ চলাকালীন গাড়ির ধাক্কায় আহত হন এক আন্দোলনকারী। এরপরই অবরোধকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। কুড়মি সমাজ ঘাঘড়ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুদীপকুমার মাহাতো বলেন, "এই গাড়ি ভাঙচুরের কোনও খবর আমাদের কাছে নেই।" দাবি আদায়ে আপাতত কুড়মি সমাজ ভরসা রাখছে আন্দোলনেই। কিন্তু তাতে আখেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই।


এখনও পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা না হলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে কুড়মিদের বিক্ষোভে তেতে উঠছে জঙ্গলমহল অধ্যুষিত এলাকাগুলি। একাধিক দাবি নিয়ে পথে আদিবাসী কুড়মি সমাজ। অবিলম্বে দাবি না মেটানো হলে, অনির্দিষ্টকালের পথ ও রেল অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।