সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার বরাবাজারে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে ধোঁয়াশা অব্যাহত। পুলিশ সূত্রে খবর, মৃত সুচিত্রা সিংহের স্বামী-সন্তান এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে মৃতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা উঠে এসেছে স্থানীয়দের একাংশের কথায়।
খোঁজ মিলছে না শিশু সন্তানের, উধাও স্বামী। পরিচিত সুচিত্রা সিংহের মতো চিকিত্সকের কেন এমন পরিণতি, তা ভেবে বিস্ময়ের ঘোর কাটছে না সহকর্মীদের। এরই মধ্যে উঠে এসেছে চিকিৎসকের স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ।
পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, ক্যাম্পাসের আবাসনে চার বছরের মেয়েকে নিয়ে থাকতেন সুচিত্রা। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ স্বামী মাঝেমাঝে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে আসতেন। কয়েকদিন আগে ছুটিতে গিয়েছিলেন সুচিত্রা। স্বামী আর মেয়েকে নিয়ে হাসপাতালের আবাসনে ফিরেছিলেন সোমবার বিকেলে। সেই দিনই শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে।
তারপর থেকে ডিউটিতে যোগ দেননি সুচিত্রা। শুক্রবার আবাসন থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ। বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্স সুপ্রিয়া বাগ জানিয়েছেন, উনি ভাল মানুষ ছিলেন। সবার সঙ্গে ডিউটিতে ভাল ব্যবহার করতেন।
পুলিশ সূত্রে খবর, সুচিত্রার স্বামী নিখোঁজ। খোঁজ মিলছে না তাঁদের ৪ বছরের মেয়েরও। সুচিত্রা সিংহের নিজের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কুলটিকরি গ্রামে। পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রে ১০ বছরের বেশি সময় কর্মরত ছিলেন তিনি। সুচিত্রা সিংহের স্বামী শান্তনু পাল মেদিনীপুর শহরের বাসিন্দা।
স্থানীয়দের একাংশের কথায় উঠে এসেছে মৃতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা। বরাবাজারের বাসিন্দা প্রবাল কুমার মিন জানিয়েছেন, শোনা গিয়েছে উনার স্বামীর সঙ্গে কারোর অ্যাফেয়ার চলছিল। উনি সেই কথা কয়েকজন সহকর্মীকে বলেওছিলেন। মাঝেমধ্যে মনমরা থাকতেন। চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পিছনে সম্পর্কের কোনও টানাপোড়েন রয়েছে? তদন্ত চলছে।
আরও পড়ুন: Howrah: তৃণমূল নেতার ছেলের ডিমের গুদামে অস্ত্র-ভাণ্ডার উদ্ধারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বালি
আরও পড়ুন: Bankura: আচমকা বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বোন