পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের বজ্রপাতে (Lightning) রাজ্যে একজনের মৃত্যুর ঘটনা সামনে এলো। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার দুপুরে মাঠে ঘাস কাটছিলেন দুগাই দেশমুখ নামে এক ব্যক্তি। মাঠে কাজ করার সময়ই আচমকা বজ্রপাত হয়। বছর বত্রিশের দুগাই দেশমুখ বাঁকুড়ার (Bankura) হীরবাঁধ থানা এলাকার বহড়ামুড়ি গ্রামের বাসিন্দা। বজ্রপাতের পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৃতের বাড়ির লোকেরা তাঁকে নিকটবর্তী ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুগাই দেশমুখের মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মৃতদেহটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।


আরও পড়ুন - Bankura: মুখ থুবড়ে পড়েছে বাঁকুড়ার গ্রিনসিটি প্রকল্প, শহরে বহাল যানজট, তরজায় তৃণমূল ও বিজেপি


আরও পড়ুন - Weather Updates: আজ থেকে রাজ্যে বাড়ছে বৃষ্টি, উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি


অন্যদিকে, একইদিনে বজ্রপাতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাসপাতালে ভর্তি দুই বোন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দপুরের চাকলতোড় গ্রামের পুকুরে এদিন স্নান করছিল দুই বোন রীতা বাউরি এবং পিউ বাউরি। এদের মধ্যে রীতা বাউরির বয়স মাত্র সাত বছর। এবং পিউ বাউরির বয়স আঠেরো বছর বলে জানা যাচ্ছে। পুকুরে স্নান করার সময়ই আচমকা বজ্রপাত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে সম্পর্কে খুড়তুতো দুই বোন। স্থানীয় লোকেরাই তাদের গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। দুই বোনের মধ্যে পিউ বাউরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বজ্রপাতের ফলে দুই বোনের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়ার খবরে ইতিমধ্যেই এলাকা থমথমে হয়ে রয়েছে।  


আরও পড়ুন - Bankura : ওজন দেড়-তিন কেজি, বিশ্বকর্মা পুজোয় বাঁকুড়ার জাম্বো জিলাপিতে 'মন্দার ছাপ'