হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: করোনা আবহে (Corona Situation) প্রায় ৭ মাস বন্ধ থাকার পর পুরুলিয়ায় (Purulia) গড়াল লোকাল ট্রেনের (Local Train) চাকা। পুরুলিয়া (Purulia) ও আদ্রা জংশন (Adra Junction) থেকে চালু হল ট্রেন চলাচল। রাজ্য সরকারের অনুমতি মেলার পর ৩১ অক্টোবর, বেশ কিছু ডিভিশনে লোকাল ট্রেন চালু হলেও বাদ ছিল পুরুলিয়ার আদ্রা ডিভিশন।
রেল সূত্রে খবর, রাজ্য সরকারের অনুমতি না মেলায় এতদিন এখানে চালু করা যায়নি লোকাল ট্রেন চলাচল। অবশেষে শুক্রবার থেকে পুরুলিয়ায় ছুটতে শুরু করল লোকাল। খুশি যাত্রীরা। শুক্রবার পুরুলিয়া থেকে মেদিনীপুর (Purulia-Midnapore), পুরুলিয়া-বাঁকুড়া(Purulia-Bankura), পুরুলিয়া-বর্ধমান জংশন (Purulia-Burdwan Junction), পুরুলিয়া-আসানসোল(Purulia-Asansol) যাওয়ার লোকাল ট্রেন চালু হয়। এছাড়াও আদ্রা থেকে পুরুলিয়া জংশন এবং আদ্রা-বরাভূম লোকাল চালু হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Rail) তরফে জানানো হয়েছে, ৮ নভেম্বর থেকে সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস চালু হবে। ধাপে ধাপে আরও কয়েকটি লোকাল ট্রেনও চালু হবে বলে রেল সূত্রে খবর।
প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন (Local Train) চালুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। ২৯ অক্টোবর রাজ্য জানায় ৩১ অক্টোবর থেকেই চলবে লোকাল ট্রেন। শুরুতে ৫০ শতাংশ যাত্রী (Local Train Passengers) নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু পুরুলিয়ায় চালু হয়নি লোকাল ট্রেন। যা তীব্র ক্ষোভ তৈরি হয় যাত্রীদের মধ্যেও।
রবিবার থেকে রাজ্যজুড়ে রেলের চাকা গড়ালেও, বঞ্চিত ছিলেন পুরুলিয়ার বাসিন্দারা। জানা যায়, দক্ষিণ-পূর্ব রেলের তরফে কোনও নির্দেশিকা না আসায়, আদ্রা ডিভিশনে চালু হয়নি লোকাল ট্রেন। ফলে সমস্যায় পড়েছেন জেলার মানুষ। স্থানীয়দের বক্তব্য, ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। লোকাল ট্রেনই ভরসা শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়াদের। তাই কীভাবে স্কুল-কলেজে যাবেন ভেবে পাচ্ছিলেন না। শেষমেশ মিলল স্বস্তি। পুরুলিয়ায় চালু হল লোকাল ট্রেন।
আরও পড়ুন: East Burdwan News: পূর্ব বর্ধমানে গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশু সহ একই পরিবারের পাঁচজন