সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ম্যাজিক ভ্যানের চাকা ফেটে করে দুর্ঘটনা (Accident)। তার জেরেই ৪ জনের মৃত্যু ও আহত ১০। জামশেদপুর বোকারো ৩২নম্বর জাতীয় সড়কে পুরুলিয়ার মফস্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।


আজ সকালে জয়পুর থানার রামামতি, চৈতনডি গ্রামের প্রায় ২০ জন ছাগল ব্যবসায়ী একটি লড়িতে করে পুরুলিয়ায় আসছিলেন মফস্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে আচমকাই লরির সামনের চাকা ব্লাস্ট করায় লরিটি উল্টে যায় লরিতে থাকা প্রত্যেকেই আহত হয়। পুলিশ ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে ৪জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘটনায় আহত ১জনকে উন্নততর চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।


সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। মৃতরা ক্য়ানিংয়ের তালদির বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন এক তরুণীও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীও তালদির বাসিন্দা। কবাডির অনুশীলন সেরে ফিরছিলেন বলে পরিবারের দাবি। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটি মোটরবাইক ও একটি স্কুটার। পুলিশের অনুমান,  রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে।বাইক ও স্কুটারে কোনও গাড়ি ধাক্কা মারে। ঘাতক গাড়়ির ধরতে এরপরেই তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ।

 

অপরদিকে, কলকাতার দুই প্রান্তে দুটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের। রাতে হেস্টিংস থানার সেন্ট জাজেস গেট রোড ও ক্লাইভ রোডের সংযোগস্থলে বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ হারানোয় মৃত্যু হয়েছিল এক যুবকের। আহত হয়েছিলেন আরও একজন। অন্যদিকে, গড়িয়াহাটে হাজরা ও গরচা রোডের সংযোগস্থলে পিক আপ ভ্যানের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। আহত হন ওই যুবকের দুই সঙ্গীও।

 


 

সম্প্রতি কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের দুই জেলাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জনের।   রাত ১০টা নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির সঙ্গে যাত্রী বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গাড়ি চালক ও দুই মহিলা-সহ ৪ জনের। আহত হয়েছিলেন আরও ৫ জন। মৃত ও আহতরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা। লরি চালক পলাতক। অন্যদিকে, হুগলির গোঘাটে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। জামাই ষষ্ঠী উপলক্ষ্যে মাংস কিনতে গিয়েছিলেন ওই যুবক। সকাল ৭টা নাগাদ বাঁকুড়ার কোতুলপুরগামী লরি তাঁর বাইকে ধাক্কা মারে। এরপর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়।ঘণ্টা দেড়েক অবরুদ্ধ ছিল আরামবাগ-বিষ্ণুপুর রাজ্য সড়ক। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।