সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। বাঁশ-লাঠি নিয়ে দু'পক্ষের লোকজন একে অপরের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন উভয়পক্ষের ৪ জন। আহতরা বারাসাত জেলা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে আহত তৃণমূল কর্মীদের দেখতে যান আমডাঙার বিধায়ক রফিকুর রহমান।
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে হাসপাতালে ৪
ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুর লোকসভা আমডাঙ্গা বিধানসভায় বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুই পক্ষের চারজন জখম হয়েছে। বাঁশ লাঠি লোহার রড নিয়ে একে অন্যের উপরে হামলা চালায় তৃণমূলের দুই গোষ্ঠী। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমডাঙ্গা বোদাই গ্রাম পঞ্চায়েতে সদস্য রাকিবুল ইসলাম-সহ তিনজন অনুগামী আহত হয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ওই এলাকার তৃণমূল নেতা তোয়েব আলী অনুগামীদের মধ্যে একজন আহত হয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
বাঁশ লাঠি, লোহার রড নিয়ে মারধর
পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের অনুগামীদের অভিযোগ, তারা মোটরসাইকেলে করে রাকিবুল ইসলামের সঙ্গে বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছির দিকে যাচ্ছিল হঠাৎ তৃণমূলের অপর গোষ্ঠী তোয়েব আলির অনুগামীর তাদের বাইক থেকে নামিয়ে বাঁশ লাঠি, লোহার রড নিয়ে মারধর করে এমনকি বন্দুকের বাট দিয়ে পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের ও তার অনুগামীদের মাথায় মারা হয়।
চারজন তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
এরপর স্থানীয়রা ছুটে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামিয়ে দেয়। আহত চারজন তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয় নিয়ে তৃণমূল নেতা তোয়েব আলীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তোয়েব আলীর অনুগামী হাসানুর রহমান জানান, তিনি বাড়ি থেকে বার হয়ে রাস্তায় উঠেছিলেন। সেই সময় পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের অনুগামীরা এসে তাঁর উপরে হামলা চালায়।
কী কারণে এই সংঘর্ষ ?
অর্থাৎ এই সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠী একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে। এদিকে খবর পেয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে যান বিধায়ক রফিকার রহমান। তৃণমূল নেতা তোয়েব আলির নাম না করে তাঁকে সমাজ বিরোধী মস্তান বলে তিনি ঘোষণা করেন। তবে কী কারণে এই সংঘর্ষ হয়েছে তিনি স্পষ্ট করে কিছু জানানি।
আরও পড়ুন, ইকো পার্কে যোগাসনে দিলীপ, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে নিয়ে বিশ্ব যোগ দিবস পালন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।