সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: অপারেশন থিয়েটারে তখন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছিল। প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই পুরুলিয়া মেডিকেল কলেজে এন্ড হাসপাতালের অপারেশন থিয়েটারে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তে আগুন লাগার ঘটনা ঘটে।


ঠিক কী ঘটেছে? 


গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে ওই প্রসূতির পরিবার। আগুন লাগার পর সঙ্গে সঙ্গে ওই প্রসূতিকে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় অপারেশন থিয়েটার থেকে বের করে অন্যত্র স্থানান্তরিত করে অপারেশন করা হয়। এদিকে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা।


দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল বিভাগের। তবে আগুন লাগার ঘটনায় ইলেকট্রনিক বিভাগের বিরুদ্ধে টালবাহানার অভিযোগের সরব হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান হয়। এই গোটা ঘটনার তদন্ত শুরু করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ। 


শুশুনিয়াতেও আগুন লেগেছিল


এদিকে, সম্প্রতি ঝরাপাতার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠেছিল শুশুনিয়া পাহাড়। রংয়ের উৎসবে যখন মাতোয়ারা গোটা রাজ্য, সেই সময় শনিবার ভর সন্ধ্যেয় আগুন রংয়ের আভা দেখে সেঁধিয়ে গেলেন শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকার মানুষ। সন্ধ্যায় আচমকাই পাহাড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। ঘুটঘুটে অন্ধকারের বুক ফুঁড়ে প্রথমে পাহাড়ের মাঝখানের চূড়াটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের অন্যত্রও।


রুক্ষ আবহাওয়ায় জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন না হলেও, গত কয়েক বছর ধরে লাগাতার ঠিক মার্চ মাস নাগাদ, বসন্তে শুশুনিয়া পাহাড়ে এমন অগ্নিকাণ্ড নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বারও তার অন্যথা হল না। কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে শুকনো ঝরাপাতায় আগুন ধরিয়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু বছর বছর অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি হলও, কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তার কিনারা হয়নি আজও।