কলকাতা: ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। এবার পাল্টা তৃণমূল বিধায়ককে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভরতপুরের তৃণমূল বিধায়ককে উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি বিরোধী দলনেতার। 


কী বলেছিলেন হুমায়ুন কবীর? 


বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা করেন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, "বহরমপুর মেডিক্যালের ডাক্তারদের চলাফেরার ওপর লক্ষ্য রাখছি। সরকারি বিল্ডিংয়ে থাকে, ঘুমায়, এসি-র হাওয়া খায়। সব লক্ষ্য রাখছি, আমার বিরুদ্ধে এফআইআর করেছে। জেল খেটে এসে, ৫০ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিক্যালে যাব। সব হিসাব বুঝে নেব। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, "বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন। এদের উল্টো ঝুলিয়ে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে। বিজেপি সরকারে এলে করে দেখাব।'' 


আর জি কর-কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য় প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য় হন মুখ্য়মন্ত্রী। যার মধ্য়ে অন্য়তম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য় অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক। এর আগেও চিকিৎসকদের নিশানা করেছেন ভরতপুরের বিধায়ক। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করেন তিনি। এখানেই শেষ নয়, হুমায়ুন কবীর বলেন, তিন কোটি ভোটার আছে তৃণমূলের। তার মধ্যে দশ হাজার মাঠে নামলে কি হবে তখন বুঝবে। কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূল বিধায়ক বলেন, "দ্বিতীয় ভগবান বলে, সেই ভগবানের আচরণ কি করছে ওনারা? যেভাবে ডাক ঢোল বাজাচ্ছিলেন, ড্রাম বাজাচ্ছিলেন, এলাহী খাবার দাবার চলে আসছিল। কোথা থেকে এসব আসে? আমদেরও ৪২ বছরের রাজনৈতিক আন্দোলন। শাসক বিরোধীরা মদত করছিল। এটা কি বুঝতে অসুবিধা হয়? আপনি যদি আমায় বারবার বলেন বা মারার হুমকি দেন বা ধাক্কা দেন, আমিও তো রুখে দাঁড়ানোর জন্য হাতটা উঠব।''  আর এবার হুমায়ুন কবীরের আক্রমণের পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গেল বিরোধী দলেনতার গলায়।                                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Anubrata Mondal : জেলমুক্তির পর এবার কঙ্কালীতলায়, মন্দিরে পুজো দিয়ে কান্নায় ভাঙলেন অনুব্রত