হংসরাজ সিংহ, পুরুলিয়া : ঐতিহ্যে ভরপুর। প্রায় ৪০০ বছরের ইতিহাস-বিজড়িত। অবশ্য অত আগে থেকে শুরু হলেও, ১০৭ বছর আগে কাশীপুর রাজপ্রাসাদ তৈরি করেন রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও। রাজ প্রাসাদের দক্ষিণ দিকে প্রতিষ্ঠা করা হয় মা দুর্গার প্রতিমা। পুরুলিয়া (Purulia) জেলার অন্যতম ঐতিহাসিক এবং প্রাচীন এই দুর্গাপুজোর কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো (Kashipur Rajbarir Durga Puja) নামে সুখ্যাতি।


আজও রাজবাড়ির দক্ষিণপ্রান্তে হয়ে আসছে মাতৃ আরাধনা। এক সময় বলি প্রথা থাকলেও, প্রায় ২২ বছর আগে রাজবাড়িতে বন্ধ হয়ে যায় এই রীতি। যদিও রাজবাড়ির অল্প দূরে কাশীপুরের দেবী বাড়িতে আজও দুর্গাপুজোর সময় চালু রয়েছে বলি প্রথা।


এই পুজো দেখতে আজও সপ্তমী থেকে দশমী রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও কাতারে কাতারে দর্শনার্থীরা ছুটে আসেন। এর বিশেষত্ব হচ্ছে- ঘড়ির কাঁটায় কাঁটায় বিভিন্ন মুহূর্তে পুজো করা হয় দেবী দুর্গার।


মহালয়ার দিন থেকে পুজোর যাবতীয় আয়োজন হয় রাজবাড়িতে। সপ্তমীর রাতে হয়ে থাকে মহা শক্তির আরাধনা, যা এই রাজবাড়ির অন্যতম বৈশিষ্ট্য। এখানে মা পূজিত হন বৈষ্ণব মতে। পুজোর দিনগুলিতে অন্নভোগ দেওয়া হয় মা দুর্গাকে। এখানে দুর্গা প্রতিমার বিশেষত্ব হচ্ছে- মায়ের বাঁ দিকে রয়েছে গণেশের মূর্তি।


প্রাণের উৎসব-


বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই যার অপেক্ষা লেগে থাকে। দুর্গাপুজোর সময় যত এগিয়ে আসে, তত বাড়ে উন্মাদনা। এ ছবি বছর বছর ঘুরে ফিরে আসে। তারপর কয়েকটা দিন কার্যত আবেগে ভাসে বাঙালি। দূর দূরান্ত থেকে পুজোর টানে ঘরে ফিরে আসেন উৎসবপ্রেমী বাঙালি। এবারও তার অন্যথা হবে না বলাইবাহুল্য। খুঁটিপুজোর মধ্যে দিয়েই যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।


দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-


মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 


মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার


মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার


মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।


বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।


(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)


আরও পড়ুন ; সন্ধিপুজোর সময় মণ্ডপের উপর ওড়ে শঙ্খচিল, বর্ধমানের দাস বাড়ির পুজো ঘিরে রয়েছে নানা গল্প