কলকাতা: ট্যুইটারে ব্লু-টিক অর্থাৎ ভেরিফায়েড চিহ্ন হারালেন অমিতাভ বচ্চন (Amitabh Bhacchan), শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), হৃতিক রোশন (Hrittick Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt) সহ একাধিক নামী ব্যক্তি। আর সেই প্রসঙ্গেই ট্যুইটারে মজার মোড়কেই কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন বিগ বি। 


টুইটারের কর্ণধার (CEO) ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন যে, ২০ এপ্রিল থেকে টুইটার ব্যবহারকারীরা তাঁদের নামের পাশের নীল টিক চিহ্ন বা ‘ব্লু টিক’ হারাবেন। সেই ঘোষণার ফলাফল দেখা গেল বাস্তবেও। ব্লু টিক হারিয়েছেন অনেকেই। আর এই বিষয়েই ট্যুইট করে অমিতাভ লিখছেন, 'ও ট্যুইটার ভাইয়া.. শুনতে পাচ্ছেন? আমি তো নিয়মমাফিক টাকাও দিয়ে দিয়েছি। তাহলে ওই যে আমার সামনে একটি নীল পদ্ম থাকত, ওটা এবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যাতে মানুষ জানতে পারেন এটা আমিই। হাত জোড় করে ফেলেছি আগেই..'। 


 






কেবল অমিতাভ নন, ব্লু-টিক হারিয়ে অনেকেই মজার ট্যুইট করেছেন। অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) লিখছেন, 'একটা সময় ব্লু-টিক বলে একটা জিনিস ছিল। তখন ট্যুইটার আর আমি একসঙ্গে খুব ভাল থাকতাম।


 






 


প্রকাশ রাজ ট্যুইটারে লিখেছেন, 'বিদায় ব্লু-টিক। তোমার সঙ্গটা ভালই ছিল। আমার সফর, আমার কথোপকথন, আমার সবকিছু ভাগ করে নেওয়া সবই একরকম রয়ে যাবে। তুমি কেবল নিজের খেয়াল রেখো।'


 






আরও পড়ুন: Tollywood: এত মোটা, কে বিয়ে করবে.. সাদা হাতি.. চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন এই অভিনেত্রীরা!