হংসরাজ সিংহ, পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই অব্যাহত মৃত্যু মিছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ায় (Purulia) তৃণমূল নেতাকে (TMC Leader Death) গুলি করে খুন। আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করা হয় বলে খবর। ঘটনায় আহত হয়েছেন তৃণমূল নেতার দেহরক্ষী। নিহত তৃণমূলের (TMC) টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। মনোনয়ন শুরু হওয়ার ১৪ দিনেই রাজ্যে ৯ জন খুন। সূত্রের খবর, মনোনয়নপর্বে রাজ্যে ৪ জন খুন, কমিশনকে রিপোর্ট দিল পুলিশ। 


পঞ্চায়েত ভোটের আগেই ফের ঝরল প্রাণ! এবার পুরুলিয়ার আদ্রায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হল তৃণমূলের টাউন সভাপতিকে। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতার দেহরক্ষীকেও। এই নিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পর্বে প্রাণ গেল ৯ জনের। 


রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বলেছিলেন, মানুষের যে রক্ত ঝরেছে, সেই প্রতিটি রক্তবিন্দুর জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন! রাজ্য়পাল (Governor) যেদিন প্রতিটি রক্তবিন্দু ঝরার জন্য় রাজ্য় নির্বাচন কমিশনকে দায়ী করলেন, সেদিনই রাজ্য়ে ঝরে গেল আরও একটি প্রাণ।               


মুর্শিদাবাদ থেকে ভাঙড়, কোচবিহার থেকে চোপড়ার পর এবার পুরুলিয়া! পঞ্চায়েতের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৪ দিনে ৯ জনের মৃত্য়ু হল। পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে হত্য়া করা হল তৃণমূলের টাউন সভাপতিকে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভিড়ে ঠাসা আদ্রা বাজারে তৃণমূলের কার্যালয়ের বাইরে বসে ছিলেন দলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। সঙ্গে ছিলেন দেহরক্ষী শেখর দাস ও গাড়ির চালক। 


প্রত্য়ক্ষদর্শীদের দাবি, আচমকাই একটি বাইকে চড়ে সেখানে এসে দাঁড়ায় তিন জন। খুব কাছ থেকে তৃণমূলের টাউন সভাপতিকে লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি ছোড়ে তারা।  গুলিতে ঝাঁঝরা হয়ে যান ধনঞ্জয় চৌবে। গুলি লাগে তাঁর দেহরক্ষীরও। চোখের নিমেষে বাইকে চড়ে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা!হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃণমূলের টাউন সভাপতিকে মৃত ঘোষণা করা হয়। 


তাঁর ৫টি গুলি লেগেছিল। তাঁর দেহরক্ষীর শরীর ফুঁড়ে যায় ১টি গুলি। পঞ্চায়েত ভোটের আগে বন্দুক-বারুদের দাপট, দুষকৃতীদের দাপাদাপি, নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে ফের খুন গুলিতে ঝাঁঝরা তৃণমূলের টাউন সভাপতি মনোনয়নের শুরু থেকে এই নিয়ে মোট ৯ জনের প্রাণ গেল।