Vivo Y36: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন ভিভো ওয়াই৩৬ (Vivo Y36)। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে এই ফোন। ২.৫ডি কার্ভড গ্লাস বডি রয়েছে এই ফোনে। ভিভো ওয়াই৩৬ ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এরপর রয়েছে এক্সটেনডেড র‍্যাম ফিচার। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ভিভো ওয়াই৩৬ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


ভারতে ভিভো ওয়াই৩৬ ফোনের দাম 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। একটি র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৬ ফোন। Meteor Black এবং Vibrant Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৬ ফোন। ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল পার্টনার থেকে কেনা যাবে এই ফোন। 


ভিভো ওয়াই৩৬ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। Funtouch OS 13 এবং অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে এই ফোনে। 

  • এই ফোনে রয়েছে ৬.৬৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • ভিভো ওয়াই৩৬ ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি ইনবিল্ট র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও ৮ জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানো যাবে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের bokeh শুটার। 

  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • ভিভো ওয়াই৩৬ ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 


OnePlus Nord Series: ওয়ানপ্লাস নর্ড ৩ (OnePlus Nord 3)- এর সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে আরও একটি ওয়ানপ্লাস ফোন, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3)। ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই দুই ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন জুন মাসের শেষদিকে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ওয়ানপ্লাস Ace ২ভি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


Realme Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০ সিরিজ (Realme Narzo 60 Series)। রিয়েলমি (Realme) সংস্থার তরফেই আনুষ্ঠানিক ভাবে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। যাঁদের ছবি তোলার নেশা রয়েছে, তাঁদের জন্য এই ফোন আদর্শ হতে চলেছে। কারণ এই ফোনে থাকতে চলেছে বিপুল পরিমাণ স্টোরেজ। বলা হচ্ছে, রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনে নাকি প্রায় ২,৫০,০০০ ছবি সেভ করা যেতে পারে। অর্থাৎ ১ টিবি স্টোরেজ থাকতে পারে এই ফোনে, এমনটাই অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন- সপরিবার বেড়াতে যাচ্ছেন? কোন কোন বিষয় অতি অবশ্যই নজরে রাখা প্রয়োজন, রইল তালিকা