সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ফের রাজ্যে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর (Unexpected Death) ঘটনা। এবার ঘটনাস্থল পুরুলিয়া (purulia)। সেখানে এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের (Engineering College Student) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাজুড়ে। জানা গিয়েছেন, সেই ছাত্র পুরুলিয়ার রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। 


ঠিক কী ঘটনা ঘটেছিল?


স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত ছাত্রের নাম সাগর সাহু। সে ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ারের ছাত্র। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার খামার গ্রামে। জানা গিয়েছে, জয়পুর থানা এলাকায় থাকা এই ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে থাকতো এই ছাত্র। গতকাল রাত্রি আনুমানিক সাড়ে আটটার সময় রুমের অন্য ছাত্র এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। ডাকাডাকির পরেও কোনো সাড়া না পাওয়ায় দরজায় ধাক্কা দিলে দরজা খুললে দেখা যায় সিলিং ফ্যানের সাথে নাইলন দাড়িতে ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে  প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের পাঠানো হয়। গতকাল রাত্রেই মৃত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়। কিন্তু কেন হঠাৎ এমন কাণ্ড ঘটালেন সাগর, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও প্রেমঘটিত বিষয় রয়েছে, কি না তাও দেখা হচ্ছে।


কিছুদিন আগে এমবিবিএস ছাত্রীর আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছিল


ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলের ঘর থেকে দেহ উদ্ধার। ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত সোদপুরের প্রদীপ্তা দাস এমবিবিএসের ফাইনাল ইয়ারের ছাত্রী। কয়েকদিন আগেই এবিপি আনন্দের ক্যামেরায় এই খবর দেখানো হয়েছিল। হস্টেলের ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে সহপাঠীরা। আত্মহত্যা বলে অনুমান পুলিশের। তদন্তে বেনিয়াপুকুর থানার পুলিশ।


ছোট থেকেই পড়াশোনায় ভাল। অত্যন্ত মেধাবী। বই অন্ত প্রাণ। MBBS-এর পাঠ শেষের পথে। কিন্তু, কী এমন হল যে, জীবনে সাফল্যের সিঁড়িতে ওঠার সময়ই এই পরিণতি? ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে পড়তে পড়তে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তরুণী। বেনিয়াপুকুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল।


বছর ২২-এর এই ঝকঝকে তরুণীর মৃত্যুতে হতবাক তাঁর আত্মীয় প্রতিবেশীরা। MBBS ফাইনাল ইয়ারের এই ছাত্রীর বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। পরিবার সূত্রে খবর, বিদেশে ডাক্তারি পড়ানোরও ইচ্ছে ছিল। কিন্তু সব স্বপ্ন চুরমার। 


আরও পড়ুন: প্রাক্তন মন্ত্রীকন্যার বেতনের টাকার দ্বিতীয় কিস্তি হাতে পেলেন ববিতা