কলকাতা: কলেজ স্ট্রিট থেকে সাঁতরাগাছি, ফোরশোর রোড থেকে MG রোড। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বানে আজকে যারা নবান্ন অভিযানে (Nabanna Abhijan) সামিল হন, তাঁদের মধ্য়ে মহিলা এবং তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনে সামিল হন প্রবীণ, বৃদ্ধরাও। সকলের দাবি একটাই, আর জি কর-কাণ্ডের বিচার চাই।       


নজরকাড়া উপস্থিতি: আর জি কর কাণ্ডের প্রতিবাদে, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ চেয়ে, নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। আন্দোলনের অনেকটা অংশ জুড়ে ছিলেন মহিলারা। পুলিশের জলকামান প্রতিহত করতে পারলনা প্রতিবাদী তরুণীকে। প্রবল জলের ঝাপটার সামনে দাঁড়িয়ে আর জি কর কাণ্ডের বিচার চাইলেন বৃদ্ধ। পুলিশের বাধার মুখে কার্যত প্রতিবাদ গড়ে তোলেন নারীরা। আন্দোলনরত মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। এক আন্দোলনকারী বলেন, "আমাদের মেয়েদের জন্য় আমাদেরকেই লড়তে হবে। আমাদেরকেই লড়তে হবে। আমাদের হাতে লাঠি-সোঁটা কিচ্ছু নেই। আমরা নিরস্ত্র। আমাদের হাতে কিচ্ছু নেই।'' আরেক আন্দোলনকারী বলেন, "আমি বলছি, ছাড়ুন, আমার গলায় ফাঁস লাগছে। বলতে উনি পা দিয়ে দাঁড়িয়ে আমার জুতোটা ছিঁড়ে দিলেন। আর কী?''                       

ছাত্র সমাজের ডাকে, নবান্ন অভিযানে তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এক আন্দোলনকারীর কথায়, "আমরা শান্তিপূর্ণভাবে আমরা ভারতের জাতীয় পতাকা নিয়ে আমরা বিচার চাইতে এসেছি। আমরা পুলিশমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আরজি করের আমরা বিচার চাইতে এসেছি।'' এই নবান্ন অভিযান প্রসঙ্গে এদিন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "কিছু দুষ্কৃতী কিছু হামলাকারী তারা গিয়ে ব্য়ারিকেড ভাঙার চেষ্টা, ব্য়ারিকেড ভাঙা, পুলিশকে ইট, পাথর, বোতল মারা। ওরা কী ভেবেছিল? যে নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না? হেঁটে হেঁটে নবান্নের ওপর উঠে যাবে। এটা নবান্ন অভিযান! এটা সমাজ বিরোধীদের অভিযান।''                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: West Bengal News: ঘটনাবহুল মঙ্গলবার, আজ বিজেপির বাংলা বনধ, নজরে একাধিক কর্মসূচি