কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার দীর্ঘক্ষণ উত্তাল ছিল কলকাতা ও হাওড়া। তার রেশ কাটার আগেই ময়দানে নামল বিজেপি (BJP)। বুধবার সকাল ছ'টা থেকে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে তারা। একইসঙ্গে এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তররা। 


বিজেপির বাংলা বনধ: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার সকাল থেকে বিকেল অবধি উত্তাল পরিস্থিতির সাক্ষী থাকল রাজ্য়বাসী।  নবান্ন অভিযান ঘিরে উত্তেজনার রেশের মধ্য়েই ময়দানে নেমে পড়ল বিজেপি। বুধবার তারা ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে। তার আগে মঙ্গলবার সন্ধেয় তাদের লালবাজার অভিযান ঘিরেও ফের রণক্ষেত্রের চেহারা নিল এই চত্বর। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই বনধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বনধ। গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না। স্বাধীনতা থাকছে না। মত প্রকাশ করতে পারছে না মানুষ। আর জি করে এত বড় ঘটনা ঘটে গেছে। ভয়ে কেউ বলতে পারছে না। সাহস নেই মানুষের। একে গণতন্ত্র বলে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য় আগামীকাল ১২ ঘণ্টার বনধকে সর্বাত্মক বনধে পরিণত করুন।'' যদিও বনধ কোনও বনধ হবে না বলে সাফ জানানো হয়েছে রাজ্যের তরফে। এদিন মুখ্য়মন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্য়ায় জানান, "আগামীকাল সমগ্র রাজ্য়ে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে। কারও কোনও ক্ষতি হলে, সরকার সেদিকটিও দেখবেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। এটাও সরকারি নির্দেশ।'' 


বিজেপি যেদিন ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে, সেদিনই তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। প্রতিবারের মতো, এবারও মেয়ো রোডে সমাবেশে থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল বিধায়ক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, "কাল ২৮ আগষ্ট। কাল তৃণমূল ছাত্র পরিষদের একটি বাৎসরিক অনুষ্ঠান রয়েছে। এই সময় কালকে বনধ ডাকা, আমি মনে করছি এর পিছনে একটা গভীর অভিসন্ধি রয়েছে।''বুধবার শ্য়ামবাজার থেকে ধর্মতলা অবধি মহামিছিলের ডাক দিয়েছেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Nabanna Abhijan: 'আরজি করে কোথায় ছিল পুলিশ?' নবান্ন অভিযানে ভূমিকা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের