কলকাতা: মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে একদিকে চিকিৎসকদের কর্মবিরতি (Doctor's Protest)। আরেক দিকে, রাজ্যজুড়ে আজ আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। কলকাতার বিভিন্ন হাসপাতালে তার প্রভাব পড়েছে। এই হয়রানির মধ্যেও এবার চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগীরা। 


চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগীরা: নিজের হাসপাতালেই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। উত্তাল গোটা বাংলা। বুধবার রাজ্যের সমস্ত হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় চিকিৎসকদের সংগঠন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। তার জেরে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে ভোগান্তির ছবি ধরা পড়েছে। তবে এরই মধ্যে এই আন্দোলনকে সমর্থন করলেন  রোগীরা। NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদে গলা মিলিয়েছেন রোগীরা। আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করতে হবে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। এদিন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিট ইস্যু হলেও, বন্ধ ছিল আউটডোর পরিষেবা। আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি। কবে আউটডোর খুলবে, তা জানা নেই। হয়রানি সত্ত্বেও এই প্রতিবাদে চিকিৎসকদের পাশেই আছেন রোগীরা। এক রোগী খোকন আড়ি বলেন, হয়তো ১-২ দিন আমরা বুঝতে পারছি যে, হয়রান হচ্ছি। কিন্তু এটা যেন সারা জীবন নিরাপত্তা থাকে। ডাক্তার থাকলে আমরা থাকব।


কোন হাসপাতালে কেমন ছবি?                 


এদিন আরজি কর হাসপাতালে আউটডোরে দেখাতে এসেছিলেন বারাসাতের বাসিন্দা এক দম্পতি। মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনা মনে পড়িয়ে দিয়েছে দম্পতির একমাত্র মেয়ের রহস্যময় মৃত্যুর স্মৃতি। মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় এদিন হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর স্ত্রী। অন্যদিকে, এদিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ধর্নামঞ্চে এদিন নবীন-প্রবীণ মিলেমিশে একাকার। হাসপাতালের ডিউটি সেরে আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। পাশাপাশি বিশেষভাবে সক্ষম যুবকের পায়ের হাড়ে চিড় ধরেছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজের আউটডোরে দেখাতে না পারলেও, সহযোগিতার হাত বাড়িয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: R G Kar Protest: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, পুরুলিয়ায় বন্ধ ওপিডি সহ বেশ কিছু পরিষেবা