কলকাতা: মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এদিনের বৈঠকের পর তাঁরা জানিয়ে দিলেন, জারি থাকবে কর্মবিরতি। বৈঠকে জরুরি বিভাগেও কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফ জানানো হয়েছে, প্রকাশ্যে আনতে হবে ময়নাতদন্তের রিপোর্ট। 


কর্মবিরতি অব্যাহত: RG করে চিকিৎসক খুনের ঘটনায় উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে গর্জে উঠেছে হাজার হাজার কণ্ঠ। আরজি কর সহ অন্য হাসপাতালে রবিবারও চলছে কর্মবিরতি। শনিবারের মতো, রবিবারও কর্মবিরতি পালন করেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। RG কর-কাণ্ডের প্রতিবাদে শনিবার পর রবিবারও কর্মবিরতিতে সামিল হন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, চাই নিরাপত্তা, চাই বিচারবিভাগীয় তদন্ত। আন্দোলনকারী চিকিৎসদের দাবি, একজন নয়, চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি। তদন্ত প্রক্রিয়ায় খুশি নন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। 


ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা: এদিন বৈঠকের পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন তাঁরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, পুলিশের উপর ভরসা নেই পুলিশে, তাই বিচারবিভাগীয় তদন্ত হোক। একইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অপসারণ-সহ একাধিক দাবি জানানো হয়েছে। এদিন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বলেন, "আরজি কর হাসপাতালে জরুরি বিভাগেও কর্মবিরতির সিদ্ধান্ত। ১২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ, সুপার ও চেষ্ট মেডিসিন বিভাগের প্রধানের অপসারণ করতে হবে। আরজি কর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ করতে হবে। প্রকাশ্যে আনতে হবে ময়নাতদন্তের রিপোর্ট। আসল দোষীদের শাস্তি দিতে বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। বজায় থাকবে কর্মবিরতি। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। সিসিটিভি ফুটেজ ও তদন্ত রিপোর্ট দেখাতে হবে। মহিলা চিকিৎসক খুনে একজন নয়, আরও কয়েকজন জড়িত। যেরকম ইনজুরি রিপোর্ট পাওয়া গেছে, তাতে একজন নয়, আরও অনেকে জড়িত।'


চিকিৎসক খুনের পর বড়সড় প্রশ্নের মুখে পড়েছে আরজি করের নিরাপত্তা। কোপ পড়েছে ২ চুক্তিভিত্তিক রক্ষীর ওপর। হাসপাতাল সূত্রে খবর, চেস্ট মেডিসিন বিভাগের চারতলায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই দুই অস্থায়ী কর্মী। ২ চুক্তিভিত্তিক রক্ষীকে সাসপেন্ড করার পাশাপাশি ওই বিভাগের বাকি জায়গাগুলিতে CC ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অন্য বিভাগ থেকেও CC ক্যামেরা বসানোর আবেদন এসেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: R G Kar Hospital: পরতে হবে নির্দিষ্ট পোশাক, গলায় থাকবে আই কার্ড, একগুচ্ছ নির্দেশিকা জারি আরজি কর কর্তৃপক্ষের