কলকাতা: আরজি কর (R G Kar Hospital) কাণ্ডের পর এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন। হাসপাতালের নিরাপত্তায় নজর দিল স্বাস্থ্য দফতর। রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তায় নতুন পদক্ষেপ নেওয়া হল। 


নিরাপত্তায় নজর দিল স্বাস্থ্য দফতর: গতকালের পর আজও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র‍্যাফ। ইমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি হাসপাতালে রোগীদের ভিড়। চিকিৎসকের সংখ্যা কম থাকায়, ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা।


স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাতে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে। পৃথক শৌচাগারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। হাসপাতালের সব বিভাগে থাকবে ২৪ ঘণ্টা নিরাপত্তা। নিরাপত্তারক্ষীদের থাকতে হবে ইউনিফর্মে, সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক। রাতে প্রতি ঘণ্টায় থাকবে পুলিশের টহল। সন্ধের পর হাসপাতালে ঢোকা-বেরোনো যাবে নির্দিষ্ট একটি গেট দিয়েই। রাত ১০টার পর হাসপাতাল চত্বরে থাকতে হলে উপযুক্ত নথি সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত সিসি ক্যামেরা বসানোর জন্য প্রত্যেক হাসপাতালের জন্য বরাদ্দ করা হয়েছে ৫ লক্ষ টাকা।


এদিকে মহিলাদের নিরাপত্তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে ১৫-দফা নির্দেশিকাও জারি হয়েছে। তাতে বলা হয়েছে, মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে। সেইসব এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। নারী-নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। শপিং মল, ব্যস্ত এলাকায় পর্যাপ্ত cctv ক্যামেরা বসাতে হবে। সরকারি হাসপাতাল, আবাসন, মহিলা হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তা বিঘ্নিত করে এমন সমস্যা খুঁজে বের করতে পুলিশকে মহিলা চিকিৎসক, ছাত্রীদের সঙ্গে আরও বেশি যোগাযোগ করতে হবে। ভাল ফলের জন্য এই কাজে ব্যবহার করতে হবে মহিলা পুলিশকর্মীদের। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর (100 ডায়াল), ইমেল, অন্যান্য গুরুত্বপূর্ণ নম্বর শেয়ার করতে হবে। যেখানে তারা তাঁদের সমস্যাগুলি বিনা দ্বিধায় শেয়ার করতে পারেন৷ ডাক্তার, নার্স এবং সরকারি হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখতে হবে। তাঁদের বোঝাতে হবে যে পুলিশ তাদের সাহায্য করার জন্য সর্বদা তৈরি। তাঁদের নিরাপত্তাহীনতা বোধ করা উচিত নয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: R G Kar Hospital: রাজ্যে মেডিক্যাল কাউন্সিলের টিম পাঠানোর অনুরোধ, নাড্ডাকে চিঠি সুকান্তর