কলকাতা: সেমিনার রুম-বিতর্কে (R G Kar News) আরও বিপাকে অভীক দে। সাসপেনশনের পর এবার এসএসকেএমে অভীকের 'কাজে' লাগামের নির্দেশ। সার্জারির বিভাগীয় প্রধানকে এসএসকেএমের ডিন অফ স্টুডেন্টেস চিঠি দিয়েছেন। পাশাপাশি অভীককে নিয়ে সতর্ক করা হয়েছে হস্টেলের সুপারকেও। 


আরও বিপাকে অভীক দে: চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার পরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। সম্প্রতি আর জি কর মেডিক্য়ালের সেমিনার হলের ভাইরাল ভিডিওয়, মৃতদেহ উদ্ধারের পর বহু মানুষের জমায়েত দেখা যায়। IMA-র তরফে এই ভাইরাল ছবি দেখিয়ে দাবি করা হয়, SSKM মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে ওই দিন সেমিনার হলে উপস্থিত ছিলেন। 


প্রবল চাপ ও সমালোচনার মুখে গত  বৃহস্পতিবার আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-কে সাসপেন্ড করেছিল স্বাস্থ্যভবন। তার দু'দিনের মাথায় এবার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলও। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। আর এবার এসএসকেএমে অভীকের কাজে রাশ টানা হল। ডিন অফ স্টুডেন্টেসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোনও ক্লিনিক্যাল সার্ভিসে যুক্ত থাকতে পারবেন না অভীক। রাখা যাবে না আউটডোর, ইনডোর, স্পেশাল ক্লিনিক, ওটিতে। এসএসকেএমে চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠনেও যেন না থাকে অভীক। 


এদিকে আর জি কাণ্ডে চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল IMA বেঙ্গল। IMA-র জলপাইগুড়ি শাখার সম্পাদক ছিলেন সুশান্ত রায়। আর জি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, সুশান্তর প্রশ্রয়েই ধৃত সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত হয়েছিল। পাশাপাশি চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ। IMA বেঙ্গলের অভিযোগ, থ্রেট সিন্ডিকেটের অভীক, বিরূপাক্ষের মেন্টর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar News: আর জি কর-কাণ্ডে ক্রাইম সিনে থাকার অভিযোগ, সরানো হল IMA-র মালদা শাখার সভাপতিকে