প্রবীর চক্রবর্তী, কলকাতা: আর জি কর-কাণ্ডের ( R G Kar News) প্রতিবাদ। চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান না নেওয়ার কথা জানাল বেহালার আরও একটি ক্লাব। অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাবের ৫০ বছরের পুজোয় থাকছে না জাঁকজমক। বিচার পেলে আগামী বছর উৎসব হবে, জানিয়েছেন উদ্যোক্তারা। 


পুজো অনুদান না নেওয়ার আবেদন: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর এক মাসের বেশি সময় কেটে গেছে। প্রতিবাদের ঝাঁঝ একটু কমে তো নিই, বরং দিনে দিনে বাড়ছে। রাত দখল, ভোর দখল, মিছিল-ধর্না, নানাভাবে প্রতিবাদে শামিল হচ্ছে আমজনতা। একইসঙ্গে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়া ক্লাব বা পুজো উদ্যোক্তাদের তালিকাও ক্রমশ লম্বা হচ্ছে। এবার সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল বেহালার অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাব। পুজো উদ্যোক্তা শুভ্রা ভট্টাচার্য বলেন, "অন্য কোনওভাবে তো আমরা প্রতিবাদ করতে পারব না। এত বড় একটা নোংরা ঘটনা, একটা ডাক্তার শেষ হয়ে গেল, কিছু ভাবে আমাদের একটা প্রতিবাদ করার ইচ্ছা ছিল। ভাবলাম, এই অনুদানটা প্রত্যাখ্যান করে যদি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছনো যায়। আমরা যারা খুব সাধারণ মানুষ, আমরা একটু বিচার চাই। আর কিচ্ছু নয়।''

ইতিমধ্যেই ক্লাবের তরফে পর্ণশ্রী থানায় অনুদান না নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বেহালার এই ক্লাবের পুজোর এবার সুবর্ণজয়ন্তী বর্ষ। আর জি কর-কাণ্ডে ন্যায়বিচার পাওয়ার আগে জাঁকজমকে মাততে চান না ক্লাবের সদস্যরা। ওই ক্লাবের আরেক সদস্য রূপা পাল বলেন, "রাজ্যের যা অবস্থা। এই পরিস্থিতিতে এখন আমাদের সেই উচ্ছ্বাস করারও ক্ষমতা নেই, আমরা সেই কারণে পুজোটাও খুব ছোট করে দিয়েছি।'' এর আগে বেহালারই সবেদাবাগান ক্লাবও রাজ্য সরকারের দেওয়া পুজো-অনুদান না নেওয়ার কথা জানিয়েছিল। আর শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলার একাধিক ক্লাব ও পুজো কমিটি ইতিমধ্যে এবার পুজো-অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar Protest: আর জি কর কাণ্ডে বিচারের দাবি, অশক্ত শরীরে জুনিয়র ডাক্তারদের পাশে বৃদ্ধা