কলকাতা: কাল চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাস, আজ ফের 'রাত দখল'। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের আর জি কর-কাণ্ডের শুনানির আগে আজ ফের রাত জাগবে বাংলা। আগামীকাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। এদিন পথে নেমেছেন চিকিৎসকরা। বিচারের দাবিতে পথে মৃৎশিল্পীরা।
শহরজুড়ে প্রতিবাদের ঢেউ : আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা। এনআরএস থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তাঁদের। মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ জানান চিকিৎসকরা। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে এবার ক্যানভাসে প্রতিবাদ করছেন শিল্পীরা। আর জি করকাণ্ডের প্রতিবাদে কুমোরটুলি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন মৃৎশিল্পীরা। ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’ স্লোগানে বিচারের দাবি জানান তাঁরা। আর জি করকাণ্ডের প্রতিবাদে ৫২টি স্কুলের প্রাক্তনীরা গড়িয়াহাট থেকে মিছিল।
দিকে দিকে প্রতিবাদ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামেন রিকশ চালকরা। বিকেল ৪টেয় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন তাঁরা। বিকেল ৪টেয় সল্টলেকের বহু স্কুল ও প্রাক্তনীদের ডাকে মিছিলের ডাক দেওয়া হয়। এদিন টালিগঞ্জ পাড়ার শিল্পী-কলাকুশলীদের ডাকে টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল রয়েছে। পাশাপাশি সন্ধে ৬টায় উত্তর কলকাতার বিভিন্ন স্কুল-কলেজের প্রাক্তনী, বিজ্ঞানকর্মী ও বিভিন্ন ক্লাবের ডাকে মিছিলের আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত যাবে এই মিছিল। রাত ৮টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
এদিকে সাধারণ মানুষের মতামত জানতে পথেই আদালত বসালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কর্মসূচির নাম, ‘জনতার মতামত, রাজপথে আদালত‘। এদিন জেলায় জেলায় সকাল ১০টা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসান জুনিয়র চিকিৎসকরা। ‘রাজপথের আদালত‘ খোলা ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সেখানে জনতার দরবারে কয়েকটি প্রশ্ন রাখা হয়। সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খুলেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।