কলকাতা: অপসারিত হওয়ার পর কার্যত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন শান্তনু সেন (Shantanu Sen)। তৃণমূলের মুখপাত্রর পদ থেকে সরানোর পরই শান্তনুর নিশানায় সন্দীপ ঘোষ। প্রয়োজনে সিবিআই সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে করুক বলেও মন্তব্য করেছেন তিনি। 


শান্তনুর নিশানায় সন্দীপ: আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুন নিয়ে বুধবার বিস্ফোরক দাবি করেন শান্তনু সেন। আর তার ২৪ ঘণ্টার মধ্য়েই বৃহস্পতিবার, তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল শান্তনু সেনকে। আর জি কর মেডিক্যালে গিয়ে এদিন শান্তনু সেন বলেন, আমার প্রশ্ন, ভারতবর্ষের একমাত্র প্রিন্সিপাল, যাঁকে নিয়ে এত আলোচনা, সমালোচনা এত ঝড়। তাহলে শুধু তাঁকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব? তার জন্য় যখন এতকিছু হচ্ছে, তাঁকে আমরা কেন আটকাব? আমরা CBI-এর তদন্ত চলাকালীন দেখেছি, প্রয়োজনে অনেককে CBI কাস্টডিতে নিয়ে তদন্ত করেছে। তদন্তের স্বার্থে যদি হেফাজতে নিয়েও তদন্ত করতে হয়, CBI-কে অনুরোধ করব, প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করুন। আমরা দ্রুত সমাধান চাই। তাঁর (নিহত তরুণী-চিকিৎসক) মা-বাবা দুঃখ করে বলছেন, আজ পর্যন্ত প্রিন্সিপাল আমাদের সঙ্গে কথা বলেনি বা দেখা করেনি। যেখানে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী নিজে পৌঁছে যাওয়ার সময় পান, সেখানে দাম্ভিক উন্নাসিক, অহংকারী প্রিন্সিপাল, তিনি সময় পেলেন না দেখা করার।


তৃণমূলের মুখপাত্র পদ থেকে সদ্য উপসারিত শান্তনু সেন আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তনী। তাঁর স্ত্রী তৃণমূল কাউন্সিল কাকলি সেনও পড়াশোনা করেছে আরজি করে। বর্তমানে তাঁদের মেয়েও ডাক্তারি পড়ছেন ওই কলেজেই। গতকাল শান্তনু সেন বলেন, "আমার মেয়ে সেখানে পড়ে। ৬ মাস পর তাকেও নাইট ডিউটি করতে হবে। সেই আরজি করে এই জিনিস দেখতে হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা বাড়ির মেয়েকে এভাবে চলে যেতে হল। মুখ্যমন্ত্রী হয়তো সবটা জানেন না বা সঠিক জানেন না! সঠিক তথ্য দেওয়া হচ্ছে না তাঁকে। আমাকে মারুন, বকুন , যাই করুন, আমি বলব দয়া করে সঠিক খবরটা নিন।''            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: R G Kar Protest: তাণ্ডবের পর উত্তাল আর জি কর, নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ